Koustav Bagchi, congress, কৌস্তুভ বাগচী, কংগ্রেস
গ্রেপ্তার হাইকোর্টের আইনজীবী কৌস্তুভ বাগচী! প্রতিবাদের সুর রাজ্য কংগ্রেসে

পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ শেষমেষ গ্রেপ্তার করা হলো হাইকোর্টের আইনজীবী কৌস্তুভ বাগচীকে। শনিবার রাত তিনটে নাগাদ তার বাড়িতে হানা দেয় বটতলা থানার একটি পুলিশের দল। প্রায় পাঁচ ঘন্টা জিজ্ঞাসাবাদ ও তল্লাশির পর সকাল আটটা নাগাদ তাকে গ্রেপ্তার করে বটতলা থানায় নিয়ে যাওয়া হয়েছে। তার বাড়িতে পুলিশি তল্লাশীর খবর পেয়ে জড়ো হন বহু যুব কংগ্রেসের কর্মীরা। তাকে পুলিশের গাড়িতে তোলার সময় পুলিশের বিরুদ্ধে স্লোগান দিতে দেখা যায় উপস্থিত যুব কংগ্রেস কর্মীদের।

গ্রেপ্তারির সময় আইনজীবী কৌস্তুভ বাগচী সংবামাধ্যমকে জানিয়েছেন, পুলিশের দাবি সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মন্তব্য করায় রাজ্যের শান্তি বিঘ্নিত হয়েছে। তাই এই অপরাধে তাকে গ্রেফতার করা হলো। তিনি আরো বলেন, মুখ্যমন্ত্রী তাকে এতটা যে ভয় পাবেন, এটা ভাবতে পারেননি। এটা তার নৈতিক জয়।

তিনি আরও জানান, রাত ৩ টের সময় পুলিশ যেভাবে এসে উপস্থিত হয়েছে, তাতে মনে হচ্ছে যেন তিনি কোনও সন্ত্রাসবাদী এবং কোনও বিস্ফোরণ ঘটিয়েছেন। পুলিশও নিরুপায়। নেত্রী এভাবে ভয় পাবেন, তা ভাবতেও পারেননি তিনি।

তবে এবার তিনি আইনের পথেই রাজ্য প্রশাসের বিরুদ্ধে লড়বেন বলে জানিয়েছেন কৌস্তভ। তিনি বলেছেন, আজ থেকে মুখ্যমন্ত্রীর সঙ্গে তাদের রাজনৈতিক লড়াই শুরু হল। লড়াই হবে আইনি পথেও। তার নাম কৌস্তভ বাগচী, তিনি ছেড়ে দেওয়ার পাত্র নন।

এর পর হুংকার দিয়ে কৌস্তভ বাগচী বলেন, ‘রাতের ঘুম উড়িয়ে দেব’। তার গ্রেফতারির ঘটনায় ক্ষুব্ধ রাজ্য কংগ্রেসও। রাজ্য জুড়ে প্রতিবাদে নামা হবে এবং থানায় থানায় ডেপুটেশন দেওয়া হবে বলেও জানানো হয়েছে যুব কংগ্রেসের পক্ষ থেকে।

শনিবার সকালেই কৌস্তভ বাগচীর সাথে যোগাযোগ করেছেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধূরী। তিনি তার পাশে থাকার বার্তাও দিয়েছেন। তবে এভাবে মাঝরাতে একজন আইনজীবীর বাড়িতে হানা দিয়ে তাকে গ্রেপ্তার করায় হতবাক আইনজীবী মহল।

এমনকি কৌস্তভের প্রতিবেশীরাও বুঝতে পারছেন না যে, ঠিক কি কারণে পুলিশের তরফ থেকে এমন তৎপরতা দেখানো হলো। তবে গ্রেফতারি প্রসঙ্গে মুখ খুলেছেন তৃণমূল সাংসদ শান্তনু সেন। তিনি বলেছেন মুখ্যমন্ত্রীকে ব্যক্তিগত স্থানে আক্রমণ করাটাই অত্যন্ত নিন্দনীয় ঘটনা। প্রশাসনের সময়োচিত ও সঠিক পদক্ষেপ যথেষ্ট প্রশংসাযোগ্য।