পশ্চিমবঙ্গ ডেস্কঃ বাংলায় বিধানসভা নির্বাচনী ভোটগ্রহণ চলছে। ইতিমধ্যেই তিনটি দফায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে এবং রাত পোহালেই চতুর্থ দফার ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
চতুর্থ দফার ভোট গ্রহণ শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত করতেই নড়েচড়ে বসল নির্বাচন কমিশন। তারই সঙ্গে কলকাতা পুলিশও কোমর বেঁধে নেমেছে। চতুর্থ দফার ভোট এর আগে গতকাল বৃহস্পতিবার কলকাতা পুলিশের অধিকারীকদের সঙ্গে বৈঠক করেন পুলিশ কমিশনার সৌমেন মিত্র। চতুর্থ দফার ভোট কলকাতা পুলিশের আওতায় পড়েছে।
নির্বাচন কমিশনের দেওয়া নির্দেশ অনুযায়ী পুলিশ কমিশনার সৌমেন মিত্র যাতে শান্তিপূর্ণ ও সুশৃংখল পরিবেশ বজায় রেখে ভোট গ্রহণ হয় সেই বাবস্থা নেওয়ার কথা বলেছেন তিনি। এছাড়াও শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণের জন্য কলকাতায় এখনো পর্যন্ত এসে পৌঁছেছে ১০২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী।
চতুর্থ দফার ভোট গ্রহণ যাতে শান্তিপূর্ণভাবে হয় তার জন্যই অর্ধেকেরও বেশি কেন্দ্রীয় বাহিনী ভোটকেন্দ্রে মোতায়েন করা হবে এবং শহর কলকাতার বিভিন্ন অংশে কিছু কেন্দ্র বাহিনী রুট মার্চ করবে বলে জানা গেছে।পুলিশ কমিশনার সৌমেন মিত্র জানিয়েছেন, ভোট গ্রহণ চলাকালীন কোন রকম অশান্তি বা গোলমাল সৃষ্টি হলেই সঙ্গে সঙ্গে পুলিশ বাহিনীকে সেখানে পৌছানোর নির্দেশ দিয়েছেন তিনি।
আগামীকাল শনিবার কলকাতা পুলিশের আওতায় ৭২১ ভোটকেন্দ্রের ২ হাজার ৩৪৩ টি বুথে হবে ভোট গ্রহণ। যে এলাকায় নয়টি বুথ বা তার বেশি সংখ্যক বুথ রয়েছে, সেই এলাকায় দুই সেকশন কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে। এছাড়াও যে এলাকায় পাঁচটি বা তার বেশি বুথ রয়েছে সেখানে দেড় সেকশন কেন্দ্র বাহিনী মোতায়েন করা হবে এবং যে এলাকায় দুটি বুথ বা চারটি বুথ রয়েছে সেই এলাকায় এক সেকশন কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে।
শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ হওয়াতে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে প্রায় সাড়ে ৪ হাজার পুলিশ থাকবেন। এছাড়াও ৯৪ টি কুইক রেসপন্স টিমে টহল দেবে কেন্দ্রীয় বাহিনী। সকাল থেকেই রাস্তায় থাকবেন ৩৩ জন ডেপুটি কমিশনার। শহর জুড়ে এলার্ট থাকছেন পুলিশ আধিকারিকরাও এবং চতুর্থ দফার ভোটের দিনে শহর কলকাতার বিভিন্ন জায়গাতেই চলবে নাকা চেকিং এছাড়াও আকাশপথে ড্রোন এর সাহায্যে চলবে নজরদারি।