বোমা বিস্ফরন, বীরভূম, বোমা ফেটে মৃত্যু কিশোরের
চিত্র- সংগৃহীত

পশ্চিমবঙ্গ ডেস্কঃ সংবাদের শিরোনামে আবার বীরভূম জেলা। বোমা ফেটে মৃত্যু হল ১১ বছরের তরুণ কিশোরের। ঘটনাটি ঘটেছে বীরভূম জেলার অবিনাশপুর গ্রাম পঞ্চায়েতের ক্ষতিপূর গ্রামে। খেলার বল ভেবে খেলতে গিয়েই বোমা ফেটে মৃত্যু হল কিশোরের।

সূত্রের খবর, গতকাল রবিবার খতিপুর গ্রামে ময়ূরাক্ষী সেচ খালের ধারে একটি পরিত্যক্ত ঘর থেকে বিকট শব্দ ছড়িয়ে পড়ে এলাকা জুড়ে। শব্দ শুনে স্থানীয় বাসিন্দারা ছুটে যান। সেখানে পৌঁছাতেই বাসিন্দারা দেখেন ১১ বছরের এক কিশোর রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে আছে। জানা গিয়েছে ওই কিশোরের নাম শেখ নাসিরউদ্দিন।

তাকে রক্তাক্ত অবস্থায় দেখে স্থানীয় বাসিন্দারা তাকে তড়িঘড়ি করে শিউড়ি সুপার স্পেশালিস্ট হাসপাতলে ভর্তি করান। ওই হাসপাতালে চিকিৎসা চলছিল নাসিরউদ্দিন-এর। তবে অনেক চেষ্টা করেও প্রাণে বাঁচানো গেলোনা কিশোরের। আজ সকালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করে নাসির। তবে এখনো পর্যন্ত জানা যায় নি কিভাবে এলাকায় বোমা ফাটলো। তবে অনেকেই জানিয়েছেন, খেলার বল ভেবে খেলতে গিয়ে এমন দুর্ঘটনা ঘটেছে।

আরও পড়ুনঃ গঙ্গা নদীর বুকে একাধিক লাশ ভাসছে ! কোথা থেকে আসছে এই লাশ? জানালেন কঙ্গনা রাওয়াত

তাহলে প্রশ্ন তো থেকেই যায়? এলাকায় বোমা কিভাবে আসলো? কি করেই বা ময়ূরাক্ষী সেচ খালের ধারে ওই পরিতক্ত ঘরে বোমা মজুদ ছিল? কারা রেখেছে এই বোমা এবং কেন রেখেছে? প্রশ্ন উঠছে একাধিক, তবে তার কোনও উত্তর নেই। এই ঘটনা নিয়ে রাজনীতি শুরু হয়ে গিয়েছে। ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেসের তরফ থেকে আঙ্গুল তোলা হয়েছে বিজেপি শিবিরের দিকে।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, একুশের নির্বাচনে বোমাবাজি করে ভোট লুটে নেওয়ার পরিকল্পনা নিয়ে ছিল বিজেপি। কিন্তু ক্ষমতায় না আসতে পেরে গ্রামের মধ্যে পরিত্যক্ত বাড়িতে বোমা জমা রেখেছিল তারা। ১১ বছরের ওই তরুণ কিশোর সেটা বোমা কি না বুঝে উঠতে না পারায় বল ভেবে খেলতে গিয়ে দুর্ঘটনা ঘটে। তবে এই ঘটনার জেরে এখনো পর্যন্ত নাসিরুদ্দিনের পরিবারের থেকে কোনো অভিযোগ দায়ের করা হয়নি।

আরও পড়ুনঃ ডোমের ডাকে সাড়া দিল মৃত ব্যক্তি, চাঞ্চল্যকর ঘটনা নদীয়ার কল্যাণী কোভিড হাসপাতালে

পুলিশ সুত্রে খবর, পুলিশ নিজেই একটি মামলা দায়ের করেছে। ইতিমধ্যে এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা আরও গিয়েছে, কিভাবে এলাকার মধ্যে বোমা এলো, তা এখনও স্পষ্ট হয়নি। সম্পূর্ণ এলাকা খতিয়ে দেখা হচ্ছে, আর কোথাও বোমা আছে কিনা। তবে এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি পুলিশের পক্ষে।