পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ বিধানসভা নির্বাচনের শুরু থেকেই শুরু হয়েছে দলবদলের খেলা। একুশের বিধানসভা নির্বাচনের আগে বহু তৃণমূল নেতা ও কর্মী সমর্থকরা দলে দলে বিজেপিতে যোগদান করেছেন। তবে নির্বাচন সম্পন্ন হয়ে গেলেও সেই খেলা এখনো অব্যাহত রয়েছে গোটা বঙ্গ জুড়ে।
দল বদলি করাটা যেন রাজনৈতিক নেতা ও কর্মী সমর্থকদের কাছে একটি ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে। চলতি মাসের শেষ সপ্তাহে রাজ্যে উপনির্বাচন। আর এরই মধ্যে বিজেপির অন্দরে চলছে ভাঙ্গন। গতকাল নদীয়া জেলার হরিণঘাটা বিধানসভা কেন্দ্রের বহু আইএসএফ (ISF) ও বিজেপি (BJP) কর্মী সমর্থকরা তৃণমূলে যোগদান করেছেন।
তৃণমূলের কর্মী সমর্থক সুদীপ সরকার পশ্চিমবঙ্গ ডিজিটালকে জানিয়েছেন, গতকাল সন্ধ্যার দিকে নদীয়া জেলার হরিণঘাটা বিধানসভার অন্তর্গত নগরউখড়া ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের সোনাকুড় এলাকার ২৫১ ও ২৫২ নং বুথের প্রায় ১৫০ জন মানুষ তৃণমূলে যোগদান করেছেন। তারা সকলেই আইএসএফ ও বিজেপির নেতা ও কর্মী সমর্থক বলে দাবি করেছেন সুদীপ বাবু।
হরিণঘাটা বিধানসভা কেন্দ্রের একাধিক বিজেপি কর্মী সমর্থকরা ঘাসফুল শিবিরে নাম লিখিয়েছেন। তৃণমূল সূত্রের খবর পাওয়া গিয়েছে, নদীয়া জেলার ইন্ডিয়ান ন্যাশনাল তৃণমূল ট্রেড ইউনিয়ন কংগ্রেসের সভাপতি দেবাশীষ গাঙ্গুলী এবং নগরউখড়া ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের সভাপতি মাননীয় নারায়ন চন্দ্র দাস মহাশয়ের হাত ধরেই বহু বিজেপি ও আইএসএফ কর্মী সমর্থকরা গতকাল তৃণমূলের দলীয় পতাকা হাতে তুলে নিয়েছেন।
এছাড়াও গতকাল সেখানে উপস্থিত ছিলেন তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি রবিউল রহমান ও নগরউখড়া ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি রোহিত দাস।
তবে গতকাল যারা বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেছেন তাঁদের মতামত কি ? বিজেপি ছুট বর্তমান তৃণমূলের নেতা গতকাল জানিয়েছেন, “বিজেপি এবং আইএসএফ এই দল দুটি সাম্প্রদায়িক একটি দল। তারা বাংলা বিভাজনের জন্য বদ্ধপরিকর, তাদের সাথে একসাথে কাজ করা আমাদের পক্ষে অসম্ভব। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে আমরা আপ্লুত হয়েছি। আর সেই কারণেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে আমরা শামিল হয়ে, সাধারণ মানুষের জন্য কাজ করতে চাই।”
এছাড়াও বিজেপি ছুট নেতারা জানিয়েছেন, “আমরা প্রায় ১৫০ জন আইএসএফ ও বিজেপি কর্মী সমর্থকরা আজ তৃণমূলের পতাকা হাতে তুলে নিলাম। তবে আগামী কয়েকদিনের মধ্যে আরও কয়েক শ’ আইএসএফ ও বিজেপি কর্মী সমর্থকরা তৃণমূলে যোগদান করবেন।”