করোনা ভ্যাকসিন, corona vaccine
ছবি - সংগৃহীত

পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ- আজ সকাল ১০ টা বেজে ৪৫ মিনিটে কেন্দ্র সরকার এর তরফ থেকে একটি প্রেস রিলিজ জারি করে জানানো হয়েছে। সেখানে বলা হয়েছে এখনো পর্যন্ত ১৭ কোটি ১৫ লক্ষ করোনা ভাইরাসের ভ্যাকসিন রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে বিনামূল্যে দেওয়া হয়েছে। আগামী ৩ দিনে রাজ্য সরকার এবং কেন্দ্রশাসিত অঞ্চল গুলিকে দেওয়া হবে ২৮ লক্ষ ভ্যাকসিন।

যেই তথ্য কেন্দ্র সরকারের পক্ষ থেকে পাওয়া যাচ্ছে তাতে বলা হয়েছে পশ্চিমবঙ্গে এখনো পর্যন্ত দেয়া হয়েছে ১ কোটি ১৮ লক্ষ ৮৩ হাজার ৩৪০ টি ভ্যাকসিন। তারমধ্যে বাংলায় এই ভ্যাকসিন ব্যবহার করা হয়েছে ১ কোটি ১৬ লক্ষ ৩৩ হাজার ৫৮৮ টি। পশ্চিমবঙ্গে যেই ভ্যাকসিন এসেছে তার মধ্যে ভ্যাকসিন নষ্ট হয়েছে ১.৩৬ শতাংশ।

এখন রাজ্যে আড়াই লক্ষের কাছাকাছি ভ্যাকসিন মজুত রয়েছে এমনটাই জানানো হয়েছে এই রিপোর্টে। কেন্দ্র সরকারের তরফ থেকে জানানো হয়েছে আগামী তিন দিনে মোট ২৮ লক্ষ ভ্যাকসিন বিভিন্ন রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে পৌঁছে দেওয়া হবে। কেন্দ্র সরকার আগেই জানিয়েছিল ১ লা মে থেকে দেশে ১৮ বছরের ঊর্ধ্বে সবাইকে ভ্যাকসিন প্রদান করা হবে।

১৮ বছরের ঊর্ধ্বে সমস্ত নাগরিকরা কো-উইন অ্যাপ এবং পোর্টাল ছাড়া আরোগ্য সেতু অ্যাপ এর মাধ্যমেও ভ্যাকসিন নেওয়ার জন্য নিজের নাম নথিভুক্ত করতে পারেন। গত ২৮ শে এপ্রিল তারিখ থেকে নাম নথিভুক্ত করন শুরু হয়েছে এই দুটি অ্যাপে।

কেন্দ্র সরকারের তরফ থেকে জানানো হয়েছে রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল গুলিতে মোট ৮৯ লক্ষেরও বেশি করোনা ভ্যাকসিন উপলব্ধ রয়েছে। যারা এখন নাগরিকদের প্রদান করা হচ্ছে।