16 jawans died in an accident in sikkim, indian army, army, accident
ভয়ঙ্কর দুর্ঘটনার কবলে পড়ে মৃত ১৬ জন জাওয়ান, শোকাহত গোটা দেশ

পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ– উত্তর সিকিমে ভয়াবহ দুর্ঘটনার মুখে পড়ল ভারতীয় সেনা বাহিনীর একটি গাড়ি। শুক্রবার উত্তর সিকিমের এলাকায় ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে শহীদ হলেন ভারতীয় সেনা-বাহিনীর ১৬ জন জাওয়ান। সূত্র আনুজায়ী জানা গিয়েছে, চাত্তেন থেকে থাঙ্কু যাচ্ছিল ভারতীয় সেনাবাহিনীর তিনটি গাড়ির একটি কনভয়। উত্তর সিকিমের জেমা এলাকায় পৌছাতেই সেনাবাহিনী বোঝাই একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। তার পরই ঘটে এই ভয়াবহ এক দুর্ঘটনা। ওই গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সোজা গিয়ে পড়ে পাশের খাদে। তড়িঘড়ি করে শুরু হয় উদ্ধারকাজ।

সূত্রের খবর অনুযায়ী জানা গিয়েছে শহীদ হওয়া ১৬ জন জাওয়ানদের মধ্যে ৩ জন ছিল জুনিয়র কমিশন অফিসার এবং বাকি ১৩ দিন ছিল জাওয়ান। এই ঘটনায় গুরুতর আঘাত পেয়েছে কর্মরত চারজন জাওয়ান। তাদেরকে উদ্ধার করার পর এয়ারলিফট করে নিয়ে যাওয়া হয়েছে নিকটবর্তী হাসপাতালে সেখানে তারা চিকিৎসাধীন রয়েছে তারা। তিনজন জুনিয়র কমিশন অফিসার এবং ১৩ জন জাওয়ান শহীদ হওয়াতে শোক প্রকাশ করেছে ভারতীয় সেনা।

এই দুর্ঘটনাকে কেন্দ্র করে আসামের চুংথাং সাব ডিভিশনের পুলিশ অফিসার অরুণ থাটাল জানান, ২০ জন করে জাওয়ান বোঝাই তিনটি গাড়ি চাত্তেন থেকে থাঙ্কু যাচ্ছিল সেনা ছাউনির দিকে। ওই জাওয়ান বোঝায় তিনটি গাড়ি উত্তর সিকিমের এলাকায় পৌঁছাতে তিনটি গাড়ির মধ্যে একটি গাড়ি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে তারপর গাড়িটি সোজা ছিটকে গিয়ে পড়ে খাদে।

ইতিমধ্যে শহীদ হওয়া ওই ১৬ জন জাওয়ানের দেহ উদ্ধার করা হয়েছে। শহীদ হওয়া ওই ১৬ জন জাওয়ানের দেহগুলি গ্যাংটকের এসটিএএনএম হাসপাতালে পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য। ময়নাতদন্তের পর্ব শেষ হওয়ার পর তাদের দেহ তুলে দেয়া হবে ভারতীয় সেনার হাতে। তারপর তা পৌঁছে দেওয়া হবে তাদের পরিবারের হাতে। ইতিমধ্যে শহীদ জাওয়ানদের পরিবারের কাছে সংবাদ পাঠানো হয়েছে। ঘটনাস্থলে আরো সেনা এবং উদ্ধারকারী দল পাঠানো হয়েছে লাচেন থেকে। এই ঘটনাকে কেন্দ্র করে শোকাহত ভারতীয় সেনা সহ গোটা দেশ।

এই দুর্ঘটনাকে কেন্দ্র করে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং শোক প্রকাশ করেছেন টুইটের মাধ্যমে। তিনি টুইটে লিখেছেন, “উত্তর সিকিমে পথ দুর্ঘটনায় ভারতীয় সেনা জওয়ানের মৃত্যুর ঘটনায় গভীরভাবে শোকাহত। পরিষেবা ও অঙ্গীকারের জন্য দেশ তাঁদের প্রতি কৃতজ্ঞ গোটা দেশ। মৃতদের পরিবারের প্রতি আমার সমবেদনা। আহতদের দ্রুত সুস্থতার কামনা করছি।”