পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্ক:- পশ্চিমবঙ্গে নতুন করে ভ্যাকসিন এর বিপুল ডোজ আসল কলকাতায়। পুনের শ্রীরাম ইনস্টিটিউট থেকে কলকাতায় ১৬ লক্ষ ৭০ হাজার কোভিশিল্ড ভ্যাকসিন নামলো বিমানবন্দরে। ইতিমধ্যেই এই বিপুল পরিমান ভ্যাকসিন নিয়ে যাওয়া হয়েছে বাগবাজার সেন্ট্রাল স্টোরে।
কেন্দ্র সরকারের তরফ থেকে দেশে চলছে লার্জেস্ট ভ্যাক্সিনেশন ড্রাইভ। সরকারের তরফ থেকে টার্গেট সেট করা হয়েছিল যে আগামী ডিসেম্বর মাসের মধ্যে যাতে দেশের সমস্ত মানুষের ভ্যাক্সিনেশন সম্ভব করা হয়। সেই লক্ষ্যের দিকে দ্রুতগতিতে দেশের প্রায় সমস্ত রাজ্যে হয়ে চলেছে ভ্যাক্সিনেশন প্রক্রিয়া।
চিকিৎসকদের মতে ভারতে করোনার তৃতীয় ধাক্কা সামলাতে গেলে সিংহভাগ মানুষের জন্যই ভ্যাকসিনের যোগান দিতে হবে সরকারকে এবং তা যত দ্রুত করা যাবে ততো দ্রুত রুখে দেওয়া যাবে করোনার নতুন কোনও ঢেউকে।
ভারতে এখনো পর্যন্ত ৬৩ কোটি ৯ লক্ষ ১৭ হাজার ৯২৭ জনকে ভ্যাকসিন দেওয়া সম্ভব হয়েছে। যাদের মধ্যে ১৪ কোটি ২৩ লক্ষ ৫২ হাজার ১০৯ জন মানুষকে করোনা ভ্যাকসিনের দুটি ডোজই দেওয়া সম্ভব হয়েছে। বাকিরা পেয়েছেন একটি করে ডোজ।
অন্যদিকে পশ্চিমবঙ্গে এখনো পর্যন্ত ৩ কোটি ৯১ লক্ষ ৪৬ হাজার ৮৮৫ জন মানুষকে ভ্যাকসিন দেওয়া সম্ভব হয়েছে। যাদের মধ্যে ২ কোটি ৮০ লক্ষ ৮২ হাজার ৯১৮ জনকে একটি করে টিকা দেওয়া সম্ভব হয়েছে। সম্পূর্ণ ভ্যাকসিনেশন করা সম্ভব হয়েছে ১ কোটি ১০ লক্ষ ৬৩ হাজার ৯৬৭ জন মানুষকে।
আজ নতুন করে রাজ্যে কোভিশিল্ড ভ্যাকসিন এসেছে ১৬ লক্ষ ৭০ হাজার। রাজ্যে একসাথে এত ভ্যাকসিন কোনদিনও আসেনি। নতুন করে কলকাতায় এত ভ্যাকসিন আসার পর রাজ্যে ভ্যাক্সিনেশন প্রক্রিয়া আরো দ্রুতগতিতে করা সম্ভব হবে এমনটাই আশা করছে রাজ্য সরকার।
আরও পড়ুনঃ- আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত রাজ্যে বাড়ানো হল বিধিনিষেধের সময়সীমা, জারি নাইট কারফিউ