বিশ্বকাপ ফুটবলঃ– শুক্রবার রাতেই বিশ্বকাপের রাউন্ড অফ সিক্সটিন এর জন্য নিশ্চিত হয়ে গেছে ১৬ টি দল। যে ১৬ টি দল রাউন্ড অফ সিক্সটিন এর জন্য জায়গা করে নিয়েছে তারা কারা ? কার বিরুদ্ধে খেলবে তারা ? কবে হবে সেই খেলা ? আসুন জেনে নেওয়া যাক –
বিশ্বকাপের শেষ ১৬টি দল ইতিমধ্যে পৌঁছে গিয়েছে রাউন্ড অফ সিক্সটিনে। গ্রুপ এ, বি, সি, ডি, ই, এফ, জি ও এইচ থেক শীর্ষে থাকা দুই দল পৌঁছে গিয়েছে শেষ ষোলোয়। আর তার সাথে সাথেই এবার শুরু হতে চলেছে বিশ্বকাপের রোমাঞ্চক নক আউট পর্ব। সেখানে কোন দল কাদের বিরুদ্ধে খেলবে আসুন আমরা দেখে নিই।
কারা কারা কোয়ালিফাই করেছে ?
গ্রুপ এ’ তে শীর্ষে থেকে রাউন্ড অফ সিক্সটিন উঠেছে নেদারল্যান্ডস এবং দ্বিতীয় স্থান অধিকার করে শেষ ষোলোয় পৌঁছে গিয়েছে আফ্রিকার ন্যাশন লিগ চাম্পিয়ন সেনেগাল।
গ্রুপ-বি থেকে নকআউট পর্বের জন্য যোগ্যতা অর্জন করেছে ইংল্যান্ড এবং যুক্তরাষ্ট্র।
গ্রুপ সি তে শীর্ষস্থানে থেকে যোগ্যতা অর্জন করেছে আর্জেন্টিনা এবং দ্বিতীয় স্থানে রয়েছে পোল্যান্ড।
গ্রুপ ডি তে প্রথম দল হয়ে শেষ ষোলোয় জায়গা করেছে গত বারের বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স এবং দ্বিতীয় স্থানে রয়েছে অস্ট্রেলিয়া।
গ্রুপ ই থেকে প্রথম ও দ্বিতীয় হয়ে শেষ ষোলোয় জায়গা পেয়েছে যথাক্রমে জাপান ও স্পেন।
গ্রুপ এফ থেকে প্রথম হয়ে পরের রাউন্ডে গিয়েছে মরক্কো। দ্বিতীয় স্থানে শেষ করেছে ক্রোয়েশিয়া।
গ্রুপ জি থেকে প্রথম স্থান অর্জন করেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল এবং দ্বিতীয় স্থানে থেকে রাউন্ড অব সিক্সটিন এ জায়গা পেয়েছে সুইজারল্যান্ড।
গ্রুপ এইচ থেকে প্রথম দল হিসেবে রাউন্ড অফ সিক্সটিন পৌঁছে গেছে পর্তুগাল এবং দ্বিতীয় স্থান হয়েছে দক্ষিণ কোরিয়া।
শেষ ১৬-র ম্যাচের তালিকা
বিশ্বকাপের সূচি অনুযায়ী রাউন্ড অফ সিক্সটিন গ্রুপের এ -র শীর্ষে থাকা দল খেলবে গ্রুপ বি-র দ্বিতীয় স্থানে থাকা দলের বিরুদ্ধে। আবার গ্রুপ বি-র শীর্ষে থাকা দল খেলবে গ্রুপের এ -র দ্বিতীয় দ্বিতীয় স্থানে থাকা দলের বিরুদ্ধে। অর্থাৎ নেদারল্যান্ডস মুখোমুখি হবে যুক্তরাষ্ট্র-এর। ৩ ডিসেম্বর শনিবার খালিফা আন্তর্জাতিক স্টেডিয়ামে সেই খেলা অনুষ্ঠিত হবে। ভারতীয় সময় রাত ৮.৩০ মিনিটে, এবং বাংলাদেশ সময় ৯ টায়। অন্যদিকে ইংল্যান্ড খেলতে নামবে সেনেগালের বিরুদ্ধে । ৫ ডিসেম্বর, রবিবার আল বায়েত স্টেডিয়ামে হবে সেই খেলা। ভারতীয় সময় রাত ১২.৩০ মিনিটে এবং বাংলাদেশ সময় ১ টায় শুরু হবে খেলা।
ঠিক এভাবে গ্রুপ সি-র শীর্ষে শেষ করা দল খেলবে গ্রুপ ডি-র দ্বিতীয় স্থানে থাকা দলের বিরুদ্ধে। আবার গ্রুপ ডি-র শীর্ষে থাকা দল খেলবে গ্রুপ সি-র দ্বিতীয় স্থানে থাকা দলের বিরুদ্ধে। অর্থাৎ, আর্জেন্টিনা মুখোমুখি হবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। ৪ ডিসেম্বর, শনিবার আহমেদ বিন আলি স্টেডিয়ামে হবে সেই খেলা। ভারতীয় সময় রাত ১২.৩০ মিনিটে, এবং বাংলাদেশ সময় ১ টায় খেলা শুরু হবে । অন্যদিকে ফ্রান্স মুখোমুখি হতে চলেছে পোল্যান্ডের। ৪ ডিসেম্বর, রবিবার আল থুমামা স্টেডিয়ামে হবে খেলা। ভারতীয় সময় রাত ৮.৩০ মিনিটে , এবং বাংলাদেশ সময় ৯ টায়।
গ্রুপে ই-র শীর্ষে থাকা দল জাপান খেলবে গ্রুপ এফ এর দ্বিতীয় স্থানে থাকা দল ক্রোয়েশিয়ার বিরুদ্ধে। ৫ ডিসেম্বর, সোমবার আল জানিয়ুব স্টেডিয়ামে হবে সেই খেলা। ভারতীয় সময় রাত ৮.৩০ মিনিটে এবং বাংলাদেশ সময় ৯ টায় শুরু হবে খেলা। অন্যদিকে মরক্কো খেলতে নামবে স্পেনের বিরুদ্ধে। ৬ ডিসেম্বর, মঙ্গলবার এডুকেশন সিটি স্টেডিয়ামে হবে সেই খেলা। ভারতীয় সময় রাত ৮.৩০ মিনিটে এবং বাংলাদেশ সময় ৯ টায়।
গ্রুপ এইচে শীর্ষে থাকা পর্তুগাল খেলবে গ্রুপ জি তে থাকা দ্বিতীয় স্থানের দল সুইজারল্যান্ড এর বিরুদ্ধে। ৭ ডিসেম্বর, শনিবার আহমেদ বিন আলি স্টেডিয়ামে হবে সেই খেলা। ভারতীয় সময় রাত ১২.৩০ মিনিটে এবং বাংলাদেশ সময় ১ টায় খেলা শুরু হবে। অন্যদিকে ব্রাজিল খেলবে দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে। ৬ ডিসেম্বর, ভারতীয় সময় রাত ১২.৩০ মিনিটে এবং বাংলাদেশ সময় ১ টায় খেলা শুরু হবে।