করোনা ভাইরাস, পূর্ব রেল, ভারতীয় রেল
চিত্র- সংগৃহীত

পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ করোনার জেরে ফের বাতিল হয়ে গেল পূর্ব রেলের ১৯ টি মেল এবং এক্সপ্রেস ট্রেন। ভারতীয় রেলের তরফে বাতিল করা হয়েছে। গত এপ্রিল মাসের ২৬ তারিখ থেকেই কম যাত্রীর কারণে সমস্ত ট্রেন সাময়িক বন্ধ রাখার কথা বলেছিল রেল কর্তিপক্ষ কিন্তু বর্তমানে করোনা ভাইরাসের বাড় বাড়ন্তের জন্য ১৯ টি মেল এবং এক্সপ্রেস ট্রেন একেবারে বন্ধ করার কথা ঘোষণা করেছে রেল কর্তিপক্ষ।

কিছুদিন আগেই রেলের তরফে জানানো হয়েছিল যে ২৯ শে এপ্রিল রাজ্যে বিধানসভা নির্বাচনের শেষেই বাতিল করা হবে সমস্ত ট্রেন। সেই মত পূর্ব রেলের ১৯ টি ট্রেন বাতিল করে দেওয়া হয়েছে। এই বাতিল হয়ে যাওয়া ট্রেন এর মধ্যে আছে হাওড়ার আটটি ট্রেন। আর অন্য ট্রেনের মধ্যে শিয়ালদা, কোলকাতা, মালদা, ভাগলপুর স্টেশন থেকে।

এছাড়াও করোনা আবহে একের পর এক রেলের আধিকারিক এবং স্টাফরা করোনা ভাইরাসে আক্রান্ত হচ্ছে। ফলে যাত্রীবাহী রেল পরিষেবা সচল রাখা অসম্ভব হয়ে পড়ছে। এমত অবস্থায় যাত্রী সুরক্ষার কথা মাথায় রেখেই বর্তমানে বাতিল করে দেওয়া হয়েছে অনেক ট্রেন।

যে সমস্ত ট্রেন গুলি বাতিল করে দেওয়া হয়েছে সেগুলি হল- হাওড়া- রামপুরহাট স্পেশাল, হাওড়া- রাঁচি শতাব্দী স্পেশাল, হাওড়া – দানাপুর স্পেশাল, আসানসোল- হলদিয়া স্পেশাল, শিয়ালদা – রামপুরহাট স্পেশাল, ভাগলপুর-আজমের স্পেশাল, হাওড়া – রামপুরহাট স্পেশাল, হাওড়া – আজিমগঞ্জ স্পেশাল, কাটোয়া – আজিমগঞ্জ স্পেশাল, হাওড়া – আসানসোল স্পেশাল, কোলকাতা – লালগোলা স্পেশাল, হাওড়া – শিউরি স্পেশাল, নবদ্বীপ – মালদা টাউন স্পেশাল, ভাগলপুর – মুজাফারপুর স্পেশাল, মাকদা – দিল্লী স্পেশাল, মালদা – কিউল স্পেশাল, আসানসোল – টাটা স্পেশাল, হাওড়া – শান্তিনিকেতন স্পেশাল, আসানসোল – দিঘা স্পেশাল।