নিজস্ব সংবাদ্দাতাঃ- সুন্দরবনে গ্রেপ্তার ২ জলদস্যু। সুন্দরবন বন বিভাগ ও বিএসএফের দক্ষতায় গ্রেপ্তার করা হয়েছে ২ জলদস্যু’ কে। আটক করা রাখা হয়েছে কোস্টাল থানার আন্ডারে। দক্ষিণ ২৪ পরগনার বারাইপুর থানার পুলিশ সূত্রে খবর, সুন্দরবন এলাকায় ঘোরাঘুরি করছিল কয়েকজন জলদস্যু, তাদের ব্যবহার ও কাজকর্ম দেখে সন্দেহ হয় পুলিশের। জিজ্ঞাসাবাদ করতেই আচমকা গুলি চালায় দুষ্কৃতীরা পুলিশের ওপর।
সুন্দরবন এলাকায় বেশ কিছুক্ষন ধরে গুলির হামলা চলে পুলিশ ও জলদস্যুদের মধ্য। সুন্দরবন বনবিভাগ ও বিএসএফের দক্ষতায় গ্রেপ্তার করা হয় দুই জলদস্যু কে বাকিরা পলাতক। সূত্রে খবর, সুন্দরবনের মৎস্যজীবীদের উপর ডাকাতির ছক কষেছিল জলদস্যুরা। জলদস্যুদের একটি নৌকা বাজেয়াপ্ত করা হয়েছে। তবে এর পিছনে বড় কোন মাস্টার প্ল্যান আছে কিনা সে বিষয়ে, কোস্টাল থানার পুলিশ তদন্ত শুরু করেছে।
ধৃতদের সঙ্গে বড় কোনো ডাকাতি দল বা গাং জড়িত আছে কিনা সে বিষয়ে তদন্ত করছে পুলিশ। রবিবার ধৃতদের আলিপুর আদালতে তোলা হবে।