fire, Russia, অগ্নিকাণ্ড, রাশিয়া
বৃদ্ধাশ্রমে ভয়াবহ অগ্নিকাণ্ডের ফলে ভষ্মীভূত ২০ জন বৃদ্ধ

পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ এক মর্মান্তিক ঘটনাটি ঘটেছে রাশিয়ার সাইবেরিয়ায়। এক বেসরকারি বৃদ্ধাশ্রমে ভয়াবহ আগুন লাগার কারণে মৃত্যু হলো ২০ জনের। গত শুক্রবার এই ভয়ংকর দুর্ঘটনা ঘটে সেখানে। আগুনে ভষ্মীভূত হয়েছে ২০ জন বৃদ্ধ মানুষ।

প্রশাসনিক সূত্রের খবর, এই বৃদ্ধাশ্রমে অগ্নি নির্বাপক ব্যবস্থা কি রকম ছিল তা খতিয়ে দেখা হচ্ছে। এছাড়া তারা এও বলেছে যে, এই বৃদ্ধাশ্রমগুলি যেহেতু সরকারের দ্বারা অনুমোদিত নয়, তাই সেরকম নজরদারি করা হয় না। ফলে এই ধরনের মর্মান্তিক ঘটনা ঘটার ভয় থেকেই যায়।

জানা গিয়েছে, রাশিয়ার সাইবেরিয়ার এই বেসরকারি বৃদ্ধাশ্রমে হঠাৎ করেই আগুন লেগে যায়। তবে মনে করা হচ্ছে এই আগুনের সূত্রপাত ফায়ারপ্লেস থেকে। মৃত্যু হয় ২০ জনের। আগুনে ঝলসে যায় তাদের দেহ। তবে তৎক্ষণাৎ দমকল কর্মীদের খবর দিয়ে আগুন নেভানোর ব্যবস্থা করা হয়।

এছাড়াও, সেখানে তৎক্ষণাৎ হাজির হয় পুলিশ প্রশাসনও। হঠাৎ করেই সেই বৃদ্ধাশ্রমে তিনতলায় আগুন লেগে যাওয়ায় বেশ কয়েকজন নিজেদের জীবন বাঁচিয়ে বাইরে বেরিয়ে এলেও ২০ জন বৃদ্ধ বেরিয়ে আসতে পারেনি। পুড়ে ছাই হয়ে যায় তাদের দেহ।