পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ- আগামীকাল সকাল ছয়টা থেকে বুধবার সকাল ছয়টা পর্যন্ত রাজ্যজুড়ে পেট্রল পাম্প ধর্মঘটের ডাক দিল ওয়েস্ট বেঙ্গল পেট্রোলিয়াম ডিলার্স অ্যাসোসিয়েশন। তেল কোম্পানির বিরুদ্ধে দীর্ঘদিন ধরে অভিযোগ থাকায় আগামীকাল রাজ্যের সিংহভাগ পেট্রল পাম্প বন্ধ থাকবে রাজ্যে।
প্রসঙ্গত, পেট্রোলে ইথানল মিশ্রণ বন্ধ রাখা, কমিশন বৃদ্ধি ও ফ্লো-মিটার মারফত তেল বণ্টনের দাবিতে ধর্মঘট ডেকেছে এই সংগঠন। জরুরী পরিষেবা যাতে না আটকায় সেই বিষয়ে নজর দেবে বলে জানিয়েছে এই সংগঠন। তবে সাধারণ মানুষের জন্য আগামীকাল সৃষ্টি হতে পারে নতুন করে ভোগান্তি। রাজ্যের সিংহভাগ পেট্রল পাম্প বন্ধ থাকবে আগামীকাল।
রাজ্যের উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকাজুড়ে বেশিরভাগ পেট্রোল পাম্প বন্ধ থাকবে আগামীকাল। ওয়েস্ট বেঙ্গল পেট্রোলিয়াম ডিলার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জানা যাচ্ছে যে রাজ্যের প্রায় ২৪০০ থেকে ২৫০০ পেট্রোল পাম্প আগামীকাল সকাল ছটা থেকে বুধবার সকাল ছটা অবধি বন্ধ থাকবে।
অনেকদিন ধরেই পেট্রোল পাম্পের মালিকদের অভিযোগ আসছিল বিভিন্ন রকম বিষয়ে। কিন্তু সেই সমস্ত বিষয় নিয়ে কোনোরকম হেলদোল না দেখতে পাওয়া যায় আগামীকাল ওয়েস্টবেঙ্গল পেট্রোলিয়াম ডিলার্স অ্যাসোসিয়েশন ‘নো সেল নো পারচেস’ অবস্থানে যাচ্ছে।
এই অবস্থান বহাল থাকলে আগামীকাল চূড়ান্ত ভোগান্তির শিকার হবেন প্রচুর মানুষ। তবে এই সমস্যা কত তাড়াতাড়ি সমাধান করে রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানিগুলি তার অপেক্ষায় রয়েছেন পেট্রোল পাম্প মালিকরা।