পশ্চিমবঙ্গ ডেস্কঃ আজ মঙ্গলবার ৬ এপ্রিল রাজ্যে তৃতীয় দফার ভোট গ্রহণ শুরু হয়েছে ইতিমধ্যে। আজ ৫ টি রাজ্যে বিধানসভা ভোট হচ্ছে। তবে হাওড়ার উলুবেড়িয়ায় তৃণমূল নেতার বাড়িতে ইভিএম মেশিন পাওয়ায় জল্পনা গড়িয়েছে বহুদূর।
বিধানসভা নির্বাচনী ভোট পশ্চিমবঙ্গ ৮ দফায় অনুষ্ঠিত হবে। তার মধ্যে দ্বিতীয় দফার ভোট গ্রহণ হয়ে গিয়েছে এবং আজ মঙ্গলবার তৃতীয় দফার ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। তৃতীয় দফার ভোট গ্রহণ শুরু হওয়ার আগের রাতেই তৃণমূল নেতার বাড়ি থেকে উদ্ধার ইভিএম মেশিন ও চারটি ভিভিপ্যাট।
হাওড়া উলুবেড়িয়া উত্তর বিধানসভার তৃণমূল নেতা গৌতম ঘোষের বাড়িতে ইভিএম মেশিন ও ভিভিপ্যাট পৌঁছে দেওয়ার অভিযোগ উঠেছে সেক্টর অফিসারের বিরুদ্ধে। জানা গিয়েছে, গতকাল মাঝরাতে সেক্টর অফিসার তপন সরকার হাওড়ার উলুবেড়িয়ার স্থানীয় তৃণমূল নেতা গৌতম ঘোষের বাড়িতে ইভিএম মেশিন ও ভিভিপ্যাট পৌঁছে দেন।
সেই খবর মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে গ্রামবাসীর মধ্যে। গতকাল মাঝরাতেই তপন ঘোষের বাড়িকে ঘিরে বিক্ষোভ শুরু করেন গ্রামবাসীরা। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় কেন্দ্র বাহিনী ও পুলিশ। তৃণমূল নেতার বাড়িতে ইভিএম মেশিন পাওয়ায় অধিক মানুষ জমায়েত করেন তার বাড়ি কে কেন্দ্র করে। শেষমেষ ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করে পুলিশ।
এই ঘটনাকে কেন্দ্র করে উলুবেড়িয়ার উত্তরের বিজেপি প্রার্থী চিরন বেরা জানিয়েছেন, গতকাল মাঝরাতে গাঁতাইত পাড়ার স্থায়ী তৃণমূল নেতা গৌতম ঘোষের বাড়িতে ৩ সেট ইভিএম মেশিন ও ভিভিপ্যাট পৌঁছে দেন সেক্টর অফিসার তপন সরকার।
তবে এই ঘটনা নিয়ে তৃণমূলের তরফে এখনও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ঘটনাস্থলে ২ নম্বর ব্লকের বিডিও অফিসার উপস্থিত হলে বিক্ষোভের মুখে পড়েন তিনি। এই ঘটনায় সেক্টর অফিসার তপন সরকারকে সাসপেন্ড করেছে নির্বাচন কমিশন। উলুবেড়িয়ার বিধানসভা কেন্দ্রে বিজেপি ও তৃণমূলের সংঘর্ষে সকাল থেকেই ধুন্ধুমার বেজে গিয়েছে।