babu master, babu master attacked, বাবু মাস্টার,
ছবি - সংগৃহীত

পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ- উত্তপ্ত বসিরহাটের মিনাখাঁ। বসিরহাটের বৈঠক থেকে কলকাতায় ফেরার পথে মিনাখাঁ পুলিশ ফাঁড়ির কাছে বিজেপি নেতা বাবু মাস্টার-এর গাড়িতে হামলা করা হয়। রক্তাক্ত অবস্থায় বিজেপি নেতা বাবু মাস্টার ওরফে কামাল গাজীকে ভর্তি করা হয় অ্যাপেলোতে।

সদ্য তৃণমূল থেকে বিজেপিতে যোগ দিয়েছেন বাবু মাস্টার। তৃণমূল কংগ্রেসের হয়ে উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের শিক্ষা তথ্য সংস্কৃতি ও ক্রীড়া দপ্তরে কর্মাধ্যক্ষ ছিলেন তিনি। কয়েকদিন আগে সাংবাদিক সম্মেলন করে তিনি জানিয়েছিলেন তৃণমূলের একাংশ চায়না যে তিনি দলে থাকুন।

দল ছাড়া নিয়ে বাবু মাস্টার বলেছিলেন সম্প্রতি মাছ চুরির অভিযোগ আনা হয় তার বিরুদ্ধে এবং মিথ্যা মামলাও দেওয়া হয়। কিন্তু তৃণমূল দল তার পাশে দাঁড়ায়নি। তিনি আরও বলেছিলেন যে মাছ চুরির মিথ্যে অপবাদ দেওয়ার পর থেকে এলাকায় ঢুকতে পারছেন না তিনি।

সূত্র অনুযায়ী জানা যাচ্ছে যে গতকাল সন্ধ্যাবেলায় বসিরহাটে বৈঠক সেরে বাড়ি ফিরছিলেন হাসনাবাদের দাপুটে রাজনেতা। সেই সময় দুষ্কৃতীরা তার গাড়ির পিছু নেয়। গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি এবং বোমা বিস্ফোরণ করা হয়। রক্তাক্ত অবস্থায় তাকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে।

বিজেপি নেতা শুভেন্দু অধিকারী হাসপাতালে দেখতে যান বাবু মাস্টারকে। শুভেন্দু অধিকারী তার টুইটার থেকে একটি পোস্ট করে এই ঘটনার জন্য তৃণমূলকে দায়ী করেন। শুভেন্দু অধিকারী লেখেন ” আজ সন্ধ্যায়, হাসপাতলে আমার বন্ধু বাবু মাস্টার এর সাথে দেখা হয়েছিল। ওর উপরে তৃণমূলের দুষ্কৃতীরা আক্রমণ করেছে।আমি নিশ্চিত আপনারা সবাই এখনো পর্যন্ত ওর ছবি দেখেছেন। শক্ত থাকুন, এটা শুধু দেখায় তৃণমূল কতটা হতাশ।”