gujrat election, election, aap, arvind kejriwal, পরিবার পিছু প্রতি মাসে ৩০ হাজার টাকা দেওয়া হবে,
"পরিবার পিছু প্রতি মাসে ৩০ হাজার টাকা দেওয়া হবে," গুজরাটবাসীদের প্রতিশ্রুতি আপের | চিত্র - সংগৃহীত

পশ্চিমবঙ্গ ডেস্কঃ দিল্লি, পাঞ্জাবের পর এবার গুজরাট দখল করতে চান আপ (AAP) সুপ্রিমো অরবিন্দ কেজরিয়াল। আগামী ২০২৪ সালে লোকসভা নির্বাচন হতে চলেছে, তবে তার আগেই গুজরাটে বিধানসভা নির্বাচন। দিল্লি ও পাঞ্জাবে সরকার গড়ার পর গুজরাটে আপ সরকার গড়তে মরিয়া কেজরিওয়াল। ইতিমধ্যেই গুজরাট বাসীদের একাধিক প্রতিশ্রুতি দিয়েছেন আপ সুপ্রিমো তথা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।

জানিয়ে রাখি, লোকসভা নির্বাচনের পূর্বেই মোদির রাজ্যে বিধানসভা নির্বাচন। গুজরাটের বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে ইতিমধ্যেই প্রচার শুরু হয়ে গিয়েছে। তবে এবার গুজরাটের মুখ্যমন্ত্রী পদে কে বসবেন সে দিকে তাকিয়ে রাজনৈতিক মহলের এক অংশ। গুজরাটে গত ২৭ বছর ধরে ক্ষমতায় রয়েছে বিজেপি। ভারতীয় জনতা পার্টিকে সরিয়ে তাদের গড়ে এবার ক্ষমতায় আসতে চায় আম আদমি পার্টি। যার কারনে ইতিমধ্যেই গুজরাটে পৌঁছে গিয়েছেন আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল। পাশাপাশি গুজরাটের বিভিন্ন স্থানে জনসভা করছে আম আদমি পার্টির নেতা ও কর্মীরা।

গুজরাটে সরকার গড়তে গুজরাট বাসীদের উদ্দেশ্যে এদিন একাধিক প্রতিশ্রুতি দিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। তিনি বলেছেন, “গুজরাটে যদি তাঁর দল অর্থাৎ আম আদমি পার্টি সরকার গড়তে পারে, তাহলে পরিবার পিছু প্রতি মাসে ৩০ হাজার টাকা করে সুবিধা প্রদান করা হবে।” তবে রাজনৈতিক মহলে প্রশ্ন উঠছে যে, আপ সুপ্রিমোর এমন প্রতিশ্রুতি কি সত্যিই সাড়া ফেলবে ভোটব্যাংকে ? দিল্লি ও পাঞ্জাবে সরকার গড়ার পর কি এবার মোদিকে হারিয়ে গুজরাটে সরকার গড়তে সফল হবে কেজরিওয়াল?

গুজরাটে আপ ক্ষমতায় এলে কি কি সুবিধা পাবে গুজরাট বাসী, এদিন মঞ্চ থেকে জানালেন কেজরিয়াল।  প্রসঙ্গত, গতকাল গুজরাটে একটি জনসভা করেন অরবিন্দ কেজরিয়াল। সেই মঞ্চে দাঁড়িয়ে তিনি বলেন, গুজরাটে আপ সরকার ক্ষমতায় এলে, আগামী মার্চ মাস থেকে আপনাদের বিদ্যুতের বিল আর দিতে হবে না। ওটা রাজ্য সরকারের পক্ষ থেকে মেটানো হবে।

এছাড়াও তিনি আরও প্রতিশ্রুতি দিয়ে বলেন, ৩০০০ টাকা করে প্রতি মাসে বেকার ভাতা দেওয়া হবে। পাশাপাশি মহিলাদেরকে দেওয়া হবে ১০০০ টাকা করে। এছাড়াও পড়ুয়াদের কথা ভেবে তিনি বলেন, শিক্ষা খাতে দেওয়া হবে ১০,০০০ টাকা। আপ সরকারের দেওয়া প্রতিশ্রুতির ওই অংকের পরিমাণ সব মিলিয়ে ৩০,০০০ গিয়ে পৌঁছেছে। তবে আপ সরকারের এমন প্রতিশ্রুতির পর সরব হয়েছে বিরোধী দলগুলি।

বিরোধীদের মতে, আপ সুপ্রিমোর এমন প্রতিশ্রুতি মেটাতে রাজ্য সরকারের বাজেটের প্রায় ৯০ শতাংশ খরচ হয়ে যাবে। আবার অনেকেই দাবি করেছেন, আপ সুপ্রিমো টাকার মাধ্যমে সরকার কিনে নেওয়ার চক্রান্ত চালাচ্ছে। তবে বর্তমানে আপ সুপ্রিমোর এমন প্রতিশ্রুতি নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা গুজরাট জুড়ে।