Yogi Adityanath, uttar pradesh, madrasah, madrasah rules changed in uttar pradesh, BJP, যোগী আদিত্যনাথ, উত্তরপ্রদেশ, উত্তরপ্রদেশে মাদ্রাসার নিয়ম বদল, বিজেপি
৩০৭ টি ইসলামিক স্কুলকে বেআইনি ঘোষণা যোগী-রাজ্যে! মাদ্রাসা স্কুলের নিয়ম পরিবর্তন

পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ নতুন বছরে নতুন নিয়ম চালু হল উত্তরপ্রদেশের মাদ্রাসা ও ইসলামিক স্কুলগুলিতে। উত্তরপ্রদেশের ইসলামিক ছেলে-মেয়েদের মাদ্রাসা স্কুলগুলিতে সাধারণত ধর্মীয় শিক্ষাই দেওয়া হতো। তবে সম্প্রতি উত্তরপ্রদেশের সরকার যোগী আদিত্যনাথ (Yogi Adityanath) তাদের রাজ্যে থাকা প্রত্যেক ইসলামিক এবং মাদ্রাসা স্কুলের সিলেবাস পরিবর্তন এবং আধুনিকীকরণ করার ঘোষণা করল।

গতবছর অক্টোবর মাসে উত্তরপ্রদেশে বেশ কিছু ইসলামিক স্কুলগুলিকে বেআইনি বলে ঘোষণা করেন উত্তরপ্রদেশের সরকার। সমীক্ষায় উঠে এসেছে, ৩০৭ টি স্কুলকে বেআইনি বলে ঘোষণা করেছে উত্তরপ্রদেশের প্রশাসন। বেআইনি বলার কারণ হিসেবে উত্তরপ্রদেশের প্রশাসন জানিয়েছেন, এই ৩০৭টি ইসলামিক স্কুল রাজ্য সরকারের একাধিক বিধি নিষেধ ভেঙেছে।

২০২২ সালে মাদ্রাসা এবং ইসলামিক স্কুলগুলিতে নানা রকম নির্দেশিকা জারি করেছে উত্তরপ্রদেশের রাজ্য সরকার যোগী আদিত্যনাথ। এইসব নির্দেশিকার পাশাপাশি ইসলামিক স্কুলগুলিকে আধুনিকীকরণের উপর জোর দিতে বলেছেন তিনি। আগে এই মাদ্রাসা বা ইসলামিক স্কুলগুলিতে পড়ুয়াদের পড়ানো হতো ধর্মীয় বিষয় নিয়ে।

তবে এখন থেকে এই মাদ্রাসা স্কুলগুলিতে ধর্মীয় শিক্ষার পাশাপাশি অন্যান্য শিক্ষা দেওয়ার কথা জানিয়েছে মাদ্রাসা শিক্ষা পরিষদ। এর পাশাপাশি ইসলামিক স্কুলগুলিতে অন্যান্য ধর্মের পড়ুয়ারাও পড়াশোনা করতে পারবে বলে জানিয়েছেন রাজ্য প্রশাসন।

গত বছরের নভেম্বর মাসে মাদ্রাসার সিলেবাস পরিবর্তন হবে বলে জানিয়েছিল ওয়াকফ বোর্ড। তবে সম্প্রতি গত বুধবার সেই আলোচনাকেই সত্যি করল মাদ্রাসা শিক্ষা পরিষদ। মাদ্রাসা বা ইসলামিক স্কুলগুলিতে সিলেবাস পরিবর্তন নিয়ে মাদ্রাসা শিক্ষা পরিষদের চেয়ারপার্সন বলেছেন, নতুন সিলেবাসে ধর্মীয় শিক্ষার সাথে আধুনিক বিজ্ঞান ভিত্তিক শিক্ষাকে যুক্ত করা হয়েছে। মাদ্রাসার পড়ুয়ারা অঙ্ক, বিজ্ঞান এবং কম্পিউটার শিক্ষা পাবে।

এর পাশাপাশি মাদ্রাসা ও ইসলামিক স্কুলগুলির পড়ুয়াদের জন্য একটি নির্দিষ্ট ইউনিফর্ম তৈরি করা হবে বলেও জানিয়েছে মাদ্রাসার শিক্ষা পরিষদ।