north 24 parganas, money seized, khardah, উত্তর ২৪ পরগনা, বিপুল অর্থ উদ্ধার, খরদহ
শিক্ষা-প্রতিষ্ঠানে ভর্তির কমিশন হিসাবে খরদহে অধ্যাপকের বাড়ি থেকে উদ্ধার ৩২ লক্ষ টাকা

পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ ফের বিপুল অর্থ উদ্ধার পশ্চিমবঙ্গে। এবার উত্তর ২৪ পরগনার খরদহ এলাকায় পাওয়া গেল প্রচুর পরিমাণ টাকা। ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের অফিসাররা খরদহ এলাকায় অমিতাভ দাস নামক এক অধ্যাপকের বাড়ি থেকে উদ্ধার করেছে ৩২ লক্ষ টাকা। ভর্তির কমিশন হিসেবেই ওই অধ্যাপক এই টাকা পেয়েছেন বলে জানা গিয়েছে।

সূত্র মারফত জানা গিয়েছে, এই ঘটনাটি ঘটে উত্তর ২৪ পরগনার খরদহের নাথুপাল রোড এলাকায়। যার বাড়ি থেকে এই বিপুল পরিমাণ টাকা উদ্ধার হয়েছে তার নাম অমিতাভ দাস। স্থানীয় সূত্রে খবর, তিনি একজন অধ্যাপক। স্ত্রী ও সন্তানকে নিয়ে খরদহের নাথুপাল রোড এলাকার এক ফ্ল্যাটে থাকেন এই ব্যক্তি।

গত বৃহস্পতিবার ব্যারাকপুর পুলিশ কমিশনারেট অফিসার সহ খড়দহ থানার পুলিশরা হঠাৎ করেই হানা দেয় এই অধ্যাপকের বাড়িতে। তারপর সেখানে তল্লাশি চালিয়ে উদ্ধার করেন ৩২ লক্ষ টাকা। তল্লাশি চালানোর আগে অধ্যাপক অমিতাভ দাসকে নানারকম জিজ্ঞাসাবাদ করেন খড়দহ থানার পুলিশ সহ ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের গোয়েন্দা আধিকারিকরা।

পুলিশি সূত্রে জানা গিয়েছে, কোনো সন্দেহের কারণেই তারা এই তল্লাশি চালান। তবে অধ্যাপকের বাড়ি থেকে এই বিপুল পরিমাণ টাকা পাওয়ার কারণ হিসেবে তদন্তকারীরা জানিয়েছে, শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির কমিশন হিসেবেই হয়তো এই বিপুল পরিমাণ টাকা পান তিনি। তবে এই বিপুল পরিমাণ টাকা উদ্ধারের পর চিরুনি তল্লাশি চলছে সেই ফ্ল্যাটে। এর পাশাপাশি চলছে জিজ্ঞাসাবাদও।