পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ পশ্চিমবঙ্গের ইন্দো-বাংলা সীমান্তে উত্তর ২৪ পরগণার একটি গ্রামে সৈন্যরা এক মাদক দ্রব্য চোরাচালানকারীকে ধরতে গেলে দুর্বৃত্তদের হামলায় চার সীমান্ত নিরাপত্তা বাহিনী (বিএসএফ) কর্মী আহত হয়। সীমান্ত নিরাপত্তা আধিকারিক জানিয়েছেন, নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি) কর্তৃক আলমগীর মন্ডল নামক এক ওয়ান্টেড আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারের পর এক বিএসএফ অফিসার জানিয়েছেন, ঘটনাটি ঘটেছে শুক্রবার সন্ধ্যায়। দুর্বৃত্তরা মামাভাগিনা সীমান্ত ফাঁড়িতেও লুটপাট করেছে বলে তিনি অভিযোগ করেছেন। জানা গিয়েছে যে, আলমগীর মন্ডল নামের ওই ব্যক্তি ছয় বছরেরও বেশি সময় ধরে চোরাচালান ব্যবসার সাথে যুক্ত রয়েছে। কিন্তু তাকে কখনো গ্রেফতার করা যায়নি। তাকে কলকাতায় এনসিবি-র কাছে হস্তান্তর করা হবে।
বিএসএফ সূত্র জানা গিয়েছে যে, দক্ষিণবঙ্গ সীমান্তের অধীনে ৬৮নং ব্যাটালিয়নের সৈন্যরা শুক্রবার বাগদার নওয়াদাপাড়ায় আলমগীর মন্ডলের বাড়িতে অভিযান চালিয়ে ৪৩ কেজি গাঁজা এবং ৪৭১ বোতল ফেনসিডিল বাজেয়াপ্ত করেছে। বিএসএফ যখন আলমগীর মন্ডলকে গ্রেপ্তার করে অভিযুক্তকে সীমান্ত ফাঁড়িতে আনার চেষ্টা করে, তখন অভিযুক্তের অনুমিত সহযোগীরা বিএসএফ-কে আক্রমণ করে।
ঘটনার বর্ণনা করতে গিয়ে একজন অফিসার বলেছেন যে, তাকে সীমান্ত ফাঁড়িতে নিয়ে আসার সময় দুর্বৃত্তরা রড ও পাথর নিয়ে বিএসএফ সদস্যদের ওপর হামলা চালায়। বিএসএফ অ-প্রাণঘাতী অস্ত্র দিয়ে পাল্টা জবাব দেয়, যার পরে তারা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। আহত কর্মীদের বাগদা হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং তার মধ্যে একজন জওয়ানের অবস্থার অবনতি হলে তাকে কলকাতার একটি হাসপাতালে রেফার করা হয়।