পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ- পুরোটা না হলেও আংশিক প্রার্থী তালিকা পেশ করেছে বিজেপি। বিশেষ গুরুত্বপূর্ণ খবর হল, রাজ্যে নন্দীগ্রামের হয়েই লড়বেন এবার শুভেন্দু অধিকারী। কয়েকটি আসন বাদে মোট ৫৭ টি প্রার্থী পদ প্রকাশ করলেন বিজেপির জাতীয় সাধারণ সম্পাদক অরুণ সিং।
এবার হাড্ডাহাড্ডি লড়াইয়ে মুখোমুখি হতে দেখা যাবে মমতা ব্যানার্জি ও শুভেন্দু অধিকারীকে। ৪ ঠা মার্চ অমিত শাহ এবং নরেন্দ্র মোদি প্রার্থী তালিকা-এর বিষয়ে বৈঠকে বসেন। সেই বৈঠকেই বিবেচিত হয় দুই দফার তালিকা। কেন্দ্রের কাছে শুভেন্দু অধিকারী নন্দীগ্রামের হয়ে দাঁড়ানোর জন্য আর্জি জানালে, কেন্দ্র শেষমেষ তাকে সেই আসনেই মনোনীত করল।
গতকাল মোদির বাংলায় পদার্পণ-এর সাথে সাথে বিজেপির তালিকায় অশোক দিন্দা ও ভারতী ঘোষের মতো বহু নাম উঠে এলো। জানা গিয়েছে, ভোটের ৫৭ জন প্রার্থী ব্রিগেড মঞ্চে মোদির সাথেই উপস্থিত থাকবেন। শরিক আজসু পাচ্ছেন একটি আসন।
প্রার্থী তালিকায় উত্তর কাঁথিতে সুনিতা সিংহ, নন্দীগ্রামে শুভেন্দু অধিকারী, মেদিনীপুরে সম্বিত দাস, খেজুরিতে শ্রী শান্তনু প্রামানিক, দাতনে শক্তিপদ নায়েক, মানবাজারে গৌরী সিং সরদার, পুরুলিয়ায় সুদীপ মুখার্জি, বলরামপুরে বানেশ্বর মাহাতো, শালবনিতে রাজিব কুন্ডু, ঝাড়গ্রাম-এ সুখময় শতপথি।
বিনপুরে পালন সোরেন, কেশিয়ারিতে সোনালী মুর্মু, বাঘমুন্ডিতে আজসু, গোপীবল্লভপুরে সঞ্জিত মাহাতো, ভগবানপুরে শ্রী রবীন্দ্রনাথ মাইতি, দক্ষিণ কাঁথিতে স্বদেশ রঞ্জন নায়ার, সবং-এ অমূল্য মাইতি, রঘুনাথপুরে বিবেকানন্দ বাউরি, নারায়ণগড়-এ রামপ্রসাদ গিরি, জয়পুরে নরহরি মাহাতো, হলদিয়া-এ তাপসী মন্ডল, গরবেতা-এ মদন রুইদাস, মহিষাদলে বিশ্বনাথ বন্দ্যোপাধ্যায়, খড়্গপুরে তপন ভূঁইয়া, ময়নায় অশোক দিন্দা, গোসাবায় চিত্ত প্রামানিক, পাঁশকুড়ায় দেবব্রত পট্টনায়ক, কাকদ্বীপে দীপঙ্কর জানা, ডেবরায় ভারতী ঘোষ, দাসপুরে প্রসন্ন বেড়া, তালডাংরায় শ্যামল কুমার সরকার।