পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ গত ২৬শে ডিসেম্বর বলিউডের ভাইজান অর্থাৎ সালমান খানের শুভ জন্মদিন ছিল। আমাদের সকলের প্রিয় ভাইজান গতকাল ৫৭ বছরে পদার্পণ করলেন। ‘হাম আপকে হ্যা কন’, ‘করণ অর্জুন’, ‘হাম সাথ সাথ হে’, ‘বাজরাঙ্গি ভাইজান’ এরকম প্রচুর সুপারহিট সিনেমা দর্শকদের উপহার দিয়েছেন তিনি।
ভাইজানের জন্মদিনে রাত বারোটা থেকেই শুরু হয়ে গিয়েছিল উদযাপনের ঘটা। মিডিয়ার সামনে কালো টি-শার্ট এবং কালো প্যান্টে দেখা গেল বার্থডে বয় সালমান খানকে। কেক কেটে শুরু হল জন্মদিনের প্রথম উদযাপন। এছাড়াও তার বাড়ির সামনে প্রতিবছরের মতো এই বছরও মানুষজনের ভিড় উপচে পড়ছিল এই দিনটির উপলক্ষে।
অতিথি হিসেবে প্রথমেই যে মানুষটির আগমন মিডিয়ার ক্যামেরায় প্রথমে ধরা পড়ে তিনি হলেন টাবু। এরপর ভাইজানের বোন অর্পিতা খান আসেন। উপস্থিত ছিলেন অলভিরা এবং সাথে এসেছিলেন তার স্বামী অতুল অগ্নিহোত্রী। বলিউড তারকায় ঘেরা ভাইজানের হাই-রেটেড পার্টি যেন তার অনুরাগীদের তাক লাগিয়ে দিয়েছিল।
পার্টির উজ্জ্বল্য আরেকটু বেড়ে যায় সোনাক্ষী সিনহার সক্রিয় উপস্থিতিতে। বার্থডে বয়-এর সাথে তাল মিলিয়ে সোনাক্ষী সিনহাও পুরো ঝাঁ চকচকে গ্ল্যামারাস কালো পোশাকে মুড়ে এসেছিলেন। উপস্থিত ছিলেন কার্তিক আরিয়ানও। ডেনিম লুকে তাকে যেন একটু বেশিই হ্যান্ডসাম দেখাচ্ছিল। এছাড়াও ছিলেন ভাইজানের পুরনো প্রেমিকা সঙ্গীতা বিজলানি। গাঢ় নীল রঙের ওয়ান পিসে তাকে বেশ মিষ্টি দেখাচ্ছিল। বলিউডের কিউট কাপল রিতেশ এবং জেনেলিয়া দেশমুখ নিজেদের গ্ল্যামারাস লুকে সকলকে তাক লাগিয়ে দিয়েছিলেন।
সম্প্রতি একটি সিনেমার শুটিং শেষ করলেন ভাইজান। ইতিমধ্যেই ওই সিনেমার নায়িকার সাথে গুঞ্জন রটতে শুরু করেছিল। ‘কিসি কা ভাই কিসি কা জান’-এর অভিনেত্রী পূজা হেগড়েও বাদ পরেনি ভাইজানের এই গ্ল্যামারাস পার্টি থেকে। তবে এই হাইফাই পার্টি মিস করেছে জ্যাকলিন ফার্নান্ডেজকে। তিনিও সালমানের খুব প্রিয় একজন অভিনেত্রী।
কিন্তু পার্টির চমক এক নিমেষে কেড়ে নেন বলিউড বাদশা শাহরুখ খান। সকলের শেষে ধামাকাদার এন্ট্রি হয় শাহরুখ খানের। কথায় আছে ওস্তাদের মার শেষ রাত। তাই সকল মানুষের ভিড়ে শেষে এসেও পার্টির নজর কেড়ে নিয়েছিলেন শাহরুখ খান।