money seized in kolkata, west bengal, কলকাতায় উদ্ধার বিপুল অর্থ, পশ্চিমবঙ্গ
ফের কলকাতায় উদ্ধার প্রায় ৬০ লক্ষ টাকা, গ্রেফতার ৯ জন

পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ কিছুদিন পরই পঞ্চায়েত নির্বাচন। নির্বাচনের আগেই কলকাতায় উদ্ধার হল বিপুল অঙ্কের টাকা। গত সোমবার রাতে কলকাতা পুলিশের গুন্ডা দমন অভিযান চলে মধ্য কলকাতার বড়বাজার এলাকায়। সেখান থেকেই পুলিশের হাতে উঠে আসে বিপুল অঙ্কের টাকা।

পঞ্চায়েত নির্বাচনের ঠিক আগে কলকাতা থেকে উদ্ধার হল প্রায় ৬০ লক্ষ টাকা। এই টাকার পিছনে কোনও হাওয়ালা যোগ রয়েছে কিনা তা খতিয়ে দেখছে কলকাতা বড় বাজার থানার পুলিস। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই অভিযান শুরু করার আগেই লালবাজার গোয়েন্দা বিভাগের গুন্ডা দমন শাখার অধিকারীদের হাতে খবর এসেছিল যে, হিসাব বহির্ভূত বড় পরিমাণ টাকা কলকাতা বড়বাজার ও পোস্তা অঞ্চলে পাচার হচ্ছে।

এই সূত্রের ভিত্তিতেই লালবাজারের গোয়েন্দারা কলকাতার বিভিন্ন স্থানে হানা দেয় এবং ওত পেতে বসে থাকে টাকা পাচারকারিদের অপেক্ষায়। সেখানেই সফল হয় গোয়েন্দা বিভাগের অফিসার এবং পুলিশরা। এই ঘটনায় বরাবাজার থানার পুলিশ অভিযুক্ত সন্দেহে ৯ জনকে গ্রেপ্তার করেছে।

গত সোমবার বিকেল পাঁচটা নাগাদ বিষ্ণুপদ আঁশ নামক এক ব্যক্তিকে আটক করে কলকাতার বরবাজার থানার পুলিশ। ওই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করতে না করতেই ওই ব্যক্তির কাছ থেকে উদ্ধার করা হয় নগদ ৯ লক্ষ ৭৩ হাজার ৫০০ টাকা। তখনই ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তারপরই ওই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করতে করতে ধীরে ধীরে পুলিশ প্রদীপ চক্রবর্তী, বিজয় শর্মা, ঝন্টু নস্কর, সন্দীপ ঠাকুর-সহ মোট ৯ জনকে গ্রেফতার করে পুলিশ।

সূত্রের খবর অনুযায়ী, ওই ৯ জন অভিযুক্তর কাছ থেকে মোট উদ্ধার করা হয়েছে ৫৯ লক্ষ ৭৬ হাজার ২০০ টাকা। এই টাকার উৎস কোথা থেকে এখনো বলতে পারেনি অভিযুক্তরা। হাওয়ালা সঙ্গে যোগ আছে সে ব্যাপারে খতিয়ে দেখছে পুলিস।

গোয়েন্দা বিভাগ এবং পুলিশের ধারণা এই টাকাগুলি হাওয়ালার টাকা। তাই এইগুলি পাচার করা হচ্ছিল। এছাড়াও জানা গিয়েছে, পুলিশের পক্ষ থেকে এখানে যে সকল তথ্যগুলি পাওয়া যাবে সেগুলি আয়কর দফতরে জমা দেওয়া হবে। সকল তথ্য আয়কর বিভাগের কাছে দেওয়ার আগে এইঅভিযুক্তদেরকে দফায় দফায় জেরা করা হবে।