
বিশ্বকাপ ফুটবলঃ- মঙ্গলবার রাতেই এবারের বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল অথবা শেষ আটের জন্য নিশ্চিত হয়ে গেছে সব ক’টি দল। যে ৮টি দল শেষ আটের জন্য জায়গা করে নিয়েছে তারা কারা ? কার বিরুদ্ধে খেলবে তারা ? কবে হবে সেই খেলা ? আসুন জেনে নেওয়া যাক –
৩২ টি দল নিয়ে শুরু হয়েছিল এবারের বিশ্বকাপ। এখনও পর্যন্ত বিশ্বকাপের ৫৬ টি ম্যাচ থেকে বিদায় নিয়েছে ২৪ টি দেশ। এখন পালা রোমাঞ্চকর কোয়ার্টার ফাইনালের।
কারা কারা কোয়ালিফাই করেছে ?
২০২২ বিশ্বকাপের শেষ আটটি দল ইতিমধ্যে পৌঁছে গিয়েছে কোয়ার্টার-ফাইনালে। রাউন্ড অফ সিক্সটিনে জিতে ইতিমধ্যে শেষ আটে পৌঁছে গিয়েছে নেদারল্যান্ডস, আর্জেন্টিনা, ক্রোয়েশিয়া, ব্রাজিল, ফ্রান্স, ইংল্যান্ড, মরক্কো এবং পর্তুগাল। তবে কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হতে চলেছে কোন কোন দল ? কবে, কখন হবে সেই খেলা ? আসুন জেনে নেওয়া যাক –
কোয়াটার ফাইনাল অথবা শেষ ৮-এর ম্যাচের তালিকা
এবছরের বিশ্বকাপে প্রথম কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হতে চলেছে ব্রাজিল এবং ক্রোয়েশিয়া। রাউন্ড অফ সিক্সটিনে জাপানকে হারিয়েছে ক্রোয়েশিয়া। অন্যদিকে দক্ষিণ কোরিয়াকে পরাজিত করেছে ব্রাজিল। আগামী শুক্রবার ব্রাজিল মুখোমুখি হবে ক্রোয়েশিয়ার। কাতারের এডুকেশন সিটি স্টেডিয়ামে খেলা হবে ভারতীয় সময় রাত ৮.৩০ মিনিট এবং বাংলাদেশি সময় ৯ টায়।
দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হতে চলেছে আর্জেন্টিনা এবং নেদারল্যান্ড। রাউন্ডের অফ সিক্সটিনের ম্যাচে আর্জেন্টিনা পরাজিত করেছিল অস্ট্রেলিয়াকে। অন্যদিকে যুক্তরাষ্ট্রকে হারিয়ে শেষ আটে জায়গা করে নেয় নেদারল্যান্ড। ১০ ডিসেম্বর কাতারের লুসাই স্টেডিয়ামে মুখোমুখি হতে চলেছে এই দুই দল। ম্যাচ শুরু হবে ভারতীয় সময় রাত ১২.৩০ এবং বাংলাদেশি সময় রাত ১ টায়।
তৃতীয় কোয়ার্টার ফাইনালে পর্তুগালের মুখোমুখি হতে চলেছে মরক্কো। বিশ্বকাপের আরেকটি অঘটন ঘটিয়ে, ট্রাইবেকারে স্পেনকে হারিয়ে বিশ্বকাপের শেষ আটে পৌঁছে গিয়েছে মরক্কো। অন্যদিকে পর্তুগাল হারায় তাদের চিরপ্রতিদ্বন্দ্বি সুইজারল্যান্ডকে। ১০ ডিসেম্বর কাতারের আল থুমামা স্টেডিয়ামে একে অপরের বিরুদ্ধে মুখোমুখি হতে চলেছে এই দুই দল। ম্যাচটি শুরু হবে ভারতীয় সময় রাত ৮.৩০ মিনিট এবং বাংলাদেশি সময় ৯টায়।
চতুর্থ কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হতে চলেছে ইউরোপিয়ান জয়েন্টস ইংল্যান্ড এবং গতবারের বিশ্ব চ্যাম্পিয়ন দল ফ্রান্স। প্রি-কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড হারিয়েছিল আফ্রিকান নেশনস লীগ চ্যাম্পিয়ন দল সেনেগালকে এবং পোল্যান্ডকে হারিয়ে ফ্রান্স শেষ আটে নিজেদের স্থান নিশ্চিত করে। ১০ ডিসেম্বর কাতারের আল বায়েত স্টেডিয়ামে খেলা হবে এই দুই দলের। ম্যাচ শুরু হবে ভারতীয় সময় রাত ১২.৩০ এবং বাংলাদেশি সময় রাত ১টায়।