rape, delhi girl raped, imam,
ছবি - সংগৃহীত

পশ্চিমবঙ্গ ডেস্কঃ মুসলিম ধর্মের মানুষরা ইমাম সাহেবকে খুবই ভক্তি শ্রদ্ধা করেন। মুসলিম ধর্মের কিছু রীতি রেওয়াজ আছে যা অনেকেই জানেন। যার ফলে মুসলিম ধর্মের ইমাম সাহেবকে মান্যগণ্য হিসেবেই ধরা হয়। তবে এবার ইমাম সাহেবের বিরুদ্ধে উঠছে ধর্ষণের অভিযোগ।

অবাক হলেও, ঘটনাটি সত্যি। ঘটনাটি ঘটেছে দিল্লির হর্স বিহার এলাকায়। এই ঘটনায় দিল্লির হর্স বিহার এলাকার ইমাম সাহেবের নৃশংসতার ঘটনায় সামনে উঠে এসেছে। জানা গিয়েছে, ওই ইমাম সাহেবের নাম ইলিয়াস এবং তার বয়স ৪৭ বছর। তার বিরুদ্ধে ছোট্ট একটি ১০ বছরের মেয়েকে ধর্ষণ করার অভিযোগ উঠেছে।

জানিয়ে দিয়েছে, দিল্লির হর্স বিহার এলাকার ওই মসজিদে দশ বছরের ছোট্ট একটি মেয়ে কোরআন শরীফ পড়ার জন্য যেত। মসজিদে আসা ওই ছোট্ট মেয়েটিকে ইমাম সাহেব ধর্ষণ করেছে বলে জানা গিয়েছে। সূত্রের খবর, মেয়েটি যখন কোরআন শরীফ পড়ে মসজিদ থেকে বাড়ির দিকে রওনা দিয়েছিল। তখন ইমাম সাহেব ওই বাচ্চা মেয়েটিকে ধর্ষণ করে। ঘটনাটি ঘটেছে গত ৩০ শে মে।

ইমাম সাহেবের এই কীর্তিকলাপের পর ৩০ বছরের ওই ছোট্ট মেয়েটির বাড়িতে ফিরে তার মায়ের কাছে সমস্ত ঘটনা খুলে বলে। এরপরে ওই বাচ্চা মেয়েটির পরিবারের সদস্যরা ইমাম সাহেবের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে দিল্লি পুলিশের কাছে। এরপরই দিল্লি পুলিশ বাচ্চাটির মেডিকেল টেস্ট করে এবং মসজিদের ইমাম সাহেব ইলিয়াসকে গ্রেপ্তার করে। ইমাম সাহেবের বিরুদ্ধে পকসো আইনে এফআইআর দায়ের করা হয়েছে।