ভাটপাড়া, death, Bhatpara, bomb, explosion
ফের সংবাদের শিরোনামে ভাটপাড়া, বোমা ফেটে মৃত্যু হল ৭ বছরের এক কিশোরের | ছবি - সংগৃহীত

পশ্চিমবঙ্গ ডেস্কঃ ফের সংবাদের শিরোনামে উঠে এলো ভাটপাড়া। ভাটপাড়ায় বোমা ফেটে মৃত্যু হল এক কিশোরের। এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই চাঞ্চল্য চড়িয়েছে গোটা এলাকা জুড়ে।

গতকাল মঙ্গলবার স্থানীয় সূত্রের খবর অনুযায়ী জানা গিয়েছে যে, সকাল ৭ টা নাগাদ ভাটপাড়া পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের প্রেমচাঁদ নগর এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, রেল লাইনের ধারে রাখা ছিল তাজা বোমা। বোমা গুলিকে বল ভেবে খেলতে থাকে চার কিশোর। আর তারপরেই ঘটে বিপত্তি। এক কিশোর বল ভেবে বোমাটি হাতে তুলে নিতেই বিকট শব্দে বোমাটি ফেটে যায়। কেঁপে ওঠে গোটা এলাকা। ঘটনাস্থলে এক কিশোরের মৃত্যু হয় এবং জখম হয় আরও ২ জন।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ বাহিনী। গোটা এলাকা জুড়ে তল্লাশি চালায় পুলিশ। বেশ কয়েকটি তাজা বোমা উদ্ধার করতে পেরেছে বলে জানা গিয়েছে। এছাড়াও নৈহাটির জিআরপি ও আরপিএফ এবং ভাটপাড়া থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়েছিল। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গুরুতর আহত অবস্থায় শিশুটিকে ভাটপাড়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এই ঘটনাকে কেন্দ্র করে পুলিশ আধিকারিকরা জানিয়েছেন, পুজোর মরশুমে কাকিনাড়া স্টেশন এর কাছে বোমাগুলি কেউ ফেলে রেখেছিল। আর ওই বোমা গুলিকেই বল ভেবে খেলতে গিয়েছিল কিশোরেরা। বল ভেবে হাতে বোমা তুলে নিতেই বিকট শব্দে বোমাটি ফেটে যায় এবং প্রাণ হারায় সাত বছরের একটি শিশু। গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। কে বা কারা এই বোমা গুলি ফেলে রেখে গিয়েছে সে বিষয়ে এখনও পর্যন্ত কোন হদিস পাওয়া যায়নি।