পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ গত কয়েক বছর অতিমারি করোনার কারণে বন্ধ হয়ে গিয়েছিল সমস্ত বক্স অফিসের ঝাঁপ। ফলে মুখ ভার হয়েছিল বক্স অফিসের মালিকসহ সিনেমাপ্রেমীদেরও। তবে করোনা পরিস্থিতিকে সামাল দিয়ে বর্তমানে বহু জায়গায় খুলেছে বক্স অফিস। মুখে হাসি ফুটেছে সিনেমাপ্রেমী দর্শক সহ সিনেমা হলের মালিকদের। ইতিমধ্যেই বহু বক্স অফিসে মুক্তি পেয়েছে একগুচ্ছ হিন্দি ছবি। চলুন এক নজরে দেখে নেওয়া যাক প্রেক্ষাগৃহে কোন ছবির অবস্থান কতদূর।
গত ১৭ই মার্চ শুক্রবার সিনেমা হলে মুক্তি পেয়েছে একগুচ্ছ হিন্দি ছবি। তবে সেই সব হিন্দি ছবির মধ্যে পছন্দের তালিকায় প্রথম স্থান অধিকার করেছে ‘তু ঝুঠি ম্যায় মক্কার’। যে ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করতে দেখা যাচ্ছে রনবীর কাপুর (Ranbir Kapoor) এবং শ্রদ্ধা কাপুর (Shraddha Kapoor)-কে। প্রসঙ্গত, এই ছবিটি মুক্তি পেয়েছে ৮ই মার্চ। ফলে দ্বিতীয় সপ্তাহে বেশ ভালোই ব্যবসা করেছে এই সিনেমা। সব মিলিয়ে এই কয়েকদিনে ৮৫ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে এই ছবি। তবে সপ্তাহের শেষে ১০০ কোটি পৌঁছে যাওয়ার আশঙ্কা রয়েছে ‘তু ঝুঠি ম্যায় মক্কার’ ছবির।
তবে অন্যদিকে, এদিন অর্থাৎ শুক্রবার সিনেমা হলে মুক্তি পেয়েছে বহু প্রতিক্ষীত ছবি ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’। যে ছবিতে মুখ্য চরিত্রে রয়েছেন রানী মুখার্জি (Rani Mukherjee) এবং অনির্বাণ ভট্টাচার্য (Anirban Bhattacharya)। করোনার পরবর্তী সময়ে এই ছবির থিম অনুযায়ী প্রথম দিনে ভালই ব্যবসা করেছে এই সিনেমা। জানা গেছে ৫০০ পর্দায় মুক্তি পেয়েছে রানী মুখার্জির এই ছবি। প্রথম দিনে ১.১৫ কোটি টাকার ব্যবসা করেছে রানী মুখার্জির ‘মিসেস চ্যাটার্জী ভার্সেস নরওয়ে’। তবে সপ্তাহান্তে এই ছবির ব্যবসা আরো বাড়বে বলে আশা করা যাচ্ছে।
রানী মুখার্জির ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’-র পাশাপাশি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ‘জ্যুইগাটো’, ‘কবজা’ প্রভৃতি ছবিও। ‘জ্যুইগাটো’ সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করতে দেখা যাচ্ছে কপিল শর্মা (Kapil Sharma)-কে। জানা গিয়েছে, ছবি মুক্তির প্রথম দিনে এই ছবি আয় করেছে ৮৫ লক্ষ টাকার আশেপাশে। তবে এই সিনেমায় সেরকম কোনো তারকা না থাকায় ছবির বিশেষ আয় হবে কিনা সেই নিয়ে উঠেছে প্রশ্ন।
তবে অপরদিকে সবচেয়ে হতাশাজনক ব্যবসা করেছে ‘কবজা’ ছবি। একাধিক স্ক্রিন দখল করলেও অধিক প্রেক্ষাগৃহে মেলেনি দর্শক। ফলে সেই স্ক্রিনগুলিতে এই ছবি হয়তো দেখা যাবে না। জানা গিয়েছে প্রায় ১৬০০ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ‘কবজা’। তবে প্রথম দিনে এই ছবির আয় হয়েছে ২৫ লক্ষ টাকা। ফলে অনুমান করা যাচ্ছে, প্রেক্ষাগৃহে একটা কঠিন সময় কাটাতে হবে এই ছবিকে।