borewell, madhya pradesh, 72 hours operation, tanmay sahu, 8 year child in borewell
খেলতে খেলতে ৪০০ ফুট গভীর কুয়োয় পড়ে গিয়ে আটকে এক শিশু, ৭২ ঘন্টা ধরে চলছে উদ্ধার কার্য

পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ– গাঙ্গেয় ব-দ্বীপ অঞ্চলে যেমন দুই পাইপের টিউবওয়েল বসালেই জল পাওয়া যায়। মধ্য ভারতের ক্ষেত্রে ব্যাপারটা মোটেও তেমন নয়। সেখানে ভূগর্ভস্থ জলের স্তর বেশ নীচে। সেখানে জলের জন্য গভীর কুয়ো খননের প্রয়োজন হয়। আর মাঝে মাঝেই শোনা যায় এইসব গভীর কুয়োর উন্মুক্ত মুখ দিয়ে বাচ্চারা খেলতে খেলতে পড়ে গিয়ে আটকে যাওয়ার ঘটনা। তেমনি আরও একটি মর্মান্তিক ঘটনার সামনে এলো।

ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের মান্ডবী গ্রামে। গত ৬ ই ডিসেম্বর বিকেল পাঁচটা নাগাদ খেলতে খেলতে এক শিশু তেমনি একটি গর্তের মধ্যে পড়ে আটকে যায়। জানা গিয়েছে গর্তের গভীরতা ছিল ৪০০ ফুট। বছর আটের ওই শিশুটি ৪০০ ফুটের কুয়োতে পড়ে গিয়ে ৫৫ ফুট গভীরে গিয়ে আটকে ছিল প্রায় ৭২টি ঘন্টা।

দুর্ঘটনার কবলে পড়া শিশুটির নাম তন্ময় শাহু।  বাচ্চাটিকে উদ্ধারের কাজ এখনো চলছে। বুধবার গভীর রাতে বেতুল অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) শ্যামেন্দ্র জয়সওয়াল বলেছন, “কুয়োতে পড়ে যাওয়া আট বছর বয়সী ছেলেটির উদ্ধার অভিযান এখনও চলছে। খনন চলছে এবং প্রায় ৩৩ ফুট খনন করা হয়েছে।”

এডিএম জয়সওয়াল আরও বলেন,”আমরা ৪৫ ফুট খোঁড়ার পরিকল্পনা করছি৷ তারপর একটা টানেল ঢুকিয়ে তাঁকে উদ্ধার করা হবে৷ শিশুটিকে বাঁচানোর জন্যই এত চেষ্টা।” এই দুর্ঘটনা সম্পর্কে বলতে গিয়ে ওই শিশুর বাবা জানিয়েছেন, “আমার ছেলে খেলছিল, পাশের মাঠেই ছিল উন্মুক্ত কুয়োটি, সেখান দিয়ে পড়ে যায়৷ আমার ১২ বছরের মেয়ে তা দেখেছে। তারপর সেই আমাদের জানায়।”