mamata banerjee,মুখ্যমন্ত্রীকে নিয়ে কুরুচিকর পোস্ট, মমতা বন্দ্যোপাধ্যায়,
ছবি - সংগৃহীত

পশ্চিমবঙ্গ ডেস্কঃ দৈনন্দিন জীবনে সোশ্যাল মিডিয়া মানুষের কাছে সবকিছু হয়ে দাঁড়িয়েছে। কিছু হলেই সেটাকে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে সবাই। এমনকি হাস্যকর কিছু ভিডিও বানিয়েও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন নেটিজেনরা।

তবে এবার ফানি ভিডিও তৈরি করতে গিয়ে আইনি ফাঁদে পড়লেন এক যুবক। সমস্ত কিছুরই একটা মাত্রা থাকে। তাই বলে ফানি ভিডিও করতে রাজ্য সরকারকে নিয়েই ট্রল করতে বসেছেন নেটিজেনরা। অনেকেই দেশের প্রধানমন্ত্রী ও রাজ্যের মুখ্যমন্ত্রী দের কে নিয়ে ট্রল করতে শুরু করেছে। তবে এমন পরিস্থিতিতে কুরুচিকর একটি পোস্ট করেন রাজ চক্রবর্তী নামে এক ফেসবুক ব্যবহারকারী।

তবে নেট দুনিয়ায় সেটি ভাইরাল হতে বিন্দুমাত্র সময় লাগেনি। মুহূর্তের মধ্যেই খুব জনপ্রিয়তা লাভ করে ওই ফেসবুক পোস্টটি। ওই ফেসবুক ব্যবহারকারী তার অ্যাকাউন্ট থেকে একটি ভিডিও শেয়ার করে যেটি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে নিয়েই তৈরি। যেটি ফেসবুক ইউজারদের কাছে ছড়িয়ে পড়তেই নিন্দার ঝড় শুরু হয় সোশ্যাল মিডিয়ায়।

সম্প্রতি, রামলীলা সিনেমার একটি অংশ দেখা গিয়েছে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ঐ ভিডিওটিতে। অভিনেত্রী দীপিকা পাড়ুকোন-কে দেখা গিয়েছিল রামলিলা সিনেমাতে। তবে দীপিকা পাডুকনের পরিবর্তে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে এডিট করে বসিয়ে ভিডিওটি ভাইরাল করা হয়েছে। অনেকেই এই ভিডিওটি দেখে আনন্দিত হয়েছেন আবার অনেকেই এটি কুরুচিকর পোস্ট বলে মন্তব্য করেছেন।

এই কুরুচিকর ফেসবুক পোস্ট টি কে ঘিরে লালবাজার সাইবার ক্রাইম বিভাগে অভিযোগ দায়ের করা হয়েছে। জানা গিয়েছে, হুগলি জেলার যুব তৃণমূল নেতা কুন্টাল ঘোষ এর চোখে পড়ে এই কুরুচিকর পোস্টে। তিনি একটি বেসরকারি গণমাধ্যমকে জানিয়েছেন, “ফেসবুক ঘাটতে গিয়ে ওই অশ্লিল ভিডিওটি আমার চোখে পড়ে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গোটা বাংলাকে মায়ের আঁচলের তলায় আগলে রেখেছেন। তাকে অপমান করা হয়েছে, যা অত্যন্ত অন্যায়। কোভিড এবং ইয়াস কবলিত বাংলাকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে সামলাচ্ছেন তা কুর্নিশ করার মত। রাজ্যের মুখ্যমন্ত্রী কে নিয়ে এই ধরনের বিকৃত মনোভাবপন্ন কাজ করা খুবই নিম্ন রুচির পরিচয় দেয়। আর সেই কারণে আমি থানার দ্বারস্থ হয়েছি, বিষয়টিকে আমি ধিক্কার জানাচ্ছি।” ভিডিওটি দেখার পরে তিনি লালবাজার সাইবার ক্রাইম বিভাগে অভিযোগ দায়ের করেছেন।