rag keno didi, রাগ কেন দিদি, mamata banerjee, amit shah
ছবিঃ সংগৃহীত

পশ্চিমবঙ্গ ডেস্কঃ বঙ্গে চতুর্থ দফার ভোটের আগেই কলকাতার অলিতে গলিতে ছড়িয়ে পড়েছে নতুন পোস্টার। দিদির ছবিকে নিয়েই তৈরি করা হয়েছে একটি কার্টুন ছবি। লাল রঙের এই পোস্টটিতে দেখা যাচ্ছে মুখ ভার করে থাকা একটি কার্টুন ছবি। তাতে লেখা আছে “রাগ কেন দিদি”?

বঙ্গে বিধানসভা নির্বাচনে এবার এক অভিনব প্রচার এর দেখা মিলল। শহর কলকাতার বুকে অলিতে-গলিতে দেওয়ালে লাগানো হচ্ছে এই ব্যানার। তবে কারা লাগাচ্ছে এই ব্যানার? সে বিষয় এখনও স্পষ্ট হয়নি।

ব্যানারের স্লোগান কে কেন্দ্র করে আঙ্গুল উঠছে গেরুয়া শিবিরের দিকেই। পশ্চিমবঙ্গের কয়েকটি জনসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও “দিদি” বলে সম্বোধন করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই ‘দিদি’ বলে সম্বোধন করা নিয়ে তীব্র শ্লেষ ও কটাক্ষের ইঙ্গিত বলে মনে করেছে তৃণমূল কংগ্রেস।

তৃণমূল সূত্রে, রাস্তার অলিতে গলিতে “রাগ কেন দিদি” ফ্লেক্স দেখা যাচ্ছে সেটি গেরুয়া শিবিরেরই কাজ। অভিযোগের তীর গেরুয়া শিবিরের দিকে। রাজ্যের মুখ্যমন্ত্রী কে নিয়ে ব্যঙ্গ করছে বলে অভিযোগ তৃণমূলের।

তৃণমূলের তরফ থেকে একটি সাংবাদিক বৈঠক করা হয় এবং সেখান থেকে বিজেপির বিরুদ্ধে অভিযোগ করেছ, “আজ আমরা সবাই উদ্বিগ্ন। দেশের স্বরাষ্ট্রমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর নিজেদের আসন কে সম্মান করছে না। দেশের প্রধানমন্ত্রী টোন কাটছেন, টিটকারি দিচ্ছেন। ওনার ভাষণে স্পষ্ট উনি কতটা নারী বিদ্বেষী। দেখেছেন ঠিক কোন ভঙ্গিমায় জনসভাতে উনি দিদি ও দিদি বলেন। আপনি কি কারো সম্পর্কে এ কথা বলতে পারেন? এটা কি ঠিক? সর্বসমক্ষে কিভাবে একজন মূখ্যমন্ত্রীকে কটুক্তি করেছে? কেন একদিন প্রধানমন্ত্রী এত নিচে নেমে যাবেন? যে ওকে হেনস্তাকারী মহিলাদের উত্ত্যক্ত করার মত মানুষ ভাবা হবে?”