মাধ্যমিক পরীক্ষা, madhyamik, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক,
ছবি - সংগৃহীত

পশ্চিমবঙ্গ ডেস্কঃ আজ উচ্চমাধ্যমিক ও মাধ্যমিক পরীক্ষার সূচি পত্র ঘোষণা করার কথা ছিল। তবে ইতিমধ্যেই মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্ষদের যৌথ সাংবাদিক বৈঠক স্থগিত করা হয়েছে।

মহামারী করোনা ভাইরাস এর জেরে সদ্য বাতিল করা হয়েছে সিবিএসই দ্বাদশ ও আইএসসি পরীক্ষা। তবে আজ দুপুর দুটো নাগাদ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্ষদ এর যৌথ সাংবাদিক বৈঠক হওয়ার কথা ছিল। কিন্ত সেই বৈঠকে ইতিমধ্যেই স্থগিত করে দেওয়া হয়েছে। তবে এই বৈঠক আবার কবে অনুষ্ঠিত হবে সে বিষয়ে এখনো পর্যন্ত কিছুই জানা যায়নি।

সূত্রের খবর অনুযায়ী জানা যাচ্ছে, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা নিয়ে একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করা হচ্ছে। মহামারী করোনা পরিস্থিতির মধ্য দিয়ে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা কিভাবে নেওয়া হবে তা নিয়ে সিদ্ধান্ত নিতে পারে এই বিশেষজ্ঞ কমিটি। আগামী তিন দিন অর্থাৎ ৭২ ঘণ্টার মধ্যে ওই বিশেষজ্ঞ কমিটির পক্ষ থেকে রিপোর্ট দেওয়া হবে বলে জানা গিয়েছে।

উল্লেখ্য, চলতি মাসের ১ তারিখ অর্থাৎ গতকাল মঙ্গলবার থেকে মাধ্যমিক এবং ১৫ তারিখ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল। কিন্তু করোনা পরিস্থিতির কারণে দুটি পরীক্ষায় বাতিল করা হয়। তবে গত ২৭ শে মে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিক সম্মেলনে ঘোষণা করেন, জুলাই মাসের শেষ সপ্তাহে উচ্চ মাধ্যমিক পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং আগস্ট মাসের দ্বিতীয় সপ্তাহে অনুষ্ঠিত হবে মাধ্যমিক পরীক্ষা।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা অনুযায়ী, আজ দুপুর দুটো নাগাদ উচ্চমাধ্যমিক ও মাধ্যমিক পর্ষদ এর যৌথ সাংবাদিক বৈঠকে নির্ঘণ্ট ঘোষণার কথা ছিল। কিন্তু ইতিমধ্যেই কোভিড পরিস্থিতির জন্য ওই বৈঠকে ইতি টানল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্ষদ।