টেট পরীক্ষা, টেট পরীক্ষা আবেদন, পশ্চিমবঙ্গ শিক্ষা পর্ষদ, Primary TET, TET 2022
জমা পড়ল বিপুল সংখ্যক আবেদন, শিক্ষা পর্ষদ দ্বারা জারি নতুন টেট নির্দেশিকা

পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্ক: টেট পরীক্ষা নিয়ে নানান ঘটনার পর অবশেষে অনলাইনে আবেদন করার প্রক্রিয়া সম্পাদিত হয়েছে। কিছু সময় সার্ভারের গোলযোগের কারণে সমস্যার সৃষ্টি হয়। কিন্তু কিছুক্ষন পরই আবেদন প্রক্রিয়া ফের আগের মত সুষ্ঠুভাবে চলতে থাকে। সূত্রের খবর, এবার অধিক মাত্রায় টেট পরীক্ষার জন্য আবেদনপত্র জমা পড়েছে।

আবেদনের সময়সূচী প্রকাশ হওয়ার সাথে সাথেই প্রচুর পরীক্ষার্থী নির্দিষ্ট দিনে আবেদন পদ্ধতি শুরু করে দেয়। জানা গিয়েছে, উল্লেখিত সময়সূচির প্রথম দিনেই জমা পড়া আবেদনপত্রের সংখ্যা ছিল প্রায় ১৫০০ টি। এই আবেদন পদ্ধতি শুরু হয় ১৪ই অক্টোবর ২০২২ থেকে গতকাল ৩রা নভেম্বর ২০২২ তারিখ অবধি। এর মাঝে কিছু সময়ের জন্য আবেদন পদ্ধতি টেকনিক্যাল গোলযোগের জন্য বন্ধ হয়ে পড়ে, কিন্তু পশ্চিমবঙ্গ পর্ষদের সহযোগিতায় সেই সমস্যার দ্রুত সমাধান হয় এবং পরীক্ষার্থীরা অনলাইনে আবেদন শুরু করে।

এছাড়াও টেট পরীক্ষা নিয়ে নতুন একটি নির্দেশিকা জারি করা হয়েছে। ২০১৪ এবং ২০১৭ সালে যে সমস্ত পরীক্ষার্থীরা চাকরি পাননি, তারা ফের টেট পরীক্ষার জন্য আবেদন করার সুযোগ পাবে। এ বছরের আবেদন প্রক্রিয়ায় এই সমস্ত পরীক্ষার্থীরা অনলাইনে আবেদনপত্র জমা দিতে পারবে বলে জানান কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

এছাড়াও টেটে আবেদন বিষয়ক নিয়ম বদল করা হয়েছে। জেনারেল স্তরের পরীক্ষার্থীদের জন্য কোন নতুন নিয়ম আনা হয়নি। তবে তপশিলি জাতি, উপজাতি এবং অন্যান্য অনগ্রসর সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের জন্য গত বৃহস্পতিবার পশ্চিমবঙ্গ শিক্ষা পর্ষদ এক নতুন নিয়মের কথা প্রকাশ করে। সেখানে বলা হয়েছে, সংরক্ষিত এবং অনগ্রসর শ্রেণীর ছাত্র ছাত্রীরা ৫০ শতাংশের বদলে ৪৫ শতাংশ নম্বরেই এবছর টেট পরীক্ষায় বসার জন্য আবেদন করতে পারবে।

সূত্রের খবর, এখন থেকে বছরে দুবার করে টেট পরীক্ষা অনুষ্ঠিত হবে। পশ্চিমবঙ্গে এমন ব্যবস্থা নেওয়ার ফলে চলতি বছরে প্রচুর মানুষ কর্মসংস্থান পাবে বলেই মনে করা হচ্ছে। এবছর টেট পরীক্ষার আবেদনের সংখ্যা প্রায় ৭ লাখের কাছাকাছি পৌঁছাতে পারে বলে জানা যাচ্ছে। গতকাল অবধি চলেছিল এই আবেদনের পদ্ধতি।