
পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ বসন্তের শুরুতেই বাংলায় যেভাবে তাপমাত্রা উর্ধ্বমুখী হয়েছিল তাতে এই কালবৈশাখী স্বস্তির অনুভূতি এনে দিয়েছে। বর্তমানে তাপমাত্রা খানিকটা কমলেও বাংলার বুকে ঝড়বৃষ্টির পরিস্থিতি আগামী সোমবার পর্যন্ত বজায় থাকায়, আগামী দুই দিনে তাপমাত্রা আরও খানিকটা নিচে নামতে পারে।
আগামী রবিবার বৃষ্টির প্রকোপ বাড়তে পারে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই। ঐদিন ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। মূলত বাংলাদেশ থেকে ঝাড়খন্ড হয়ে অন্ধ্রপ্রদেশ উপকূল পর্যন্ত বিস্তৃত একটি নিম্নচাপ অক্ষরেখা এবং দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুতে ভর করে বাংলার আকাশে ঢোকা প্রচুর জলীয় বাষ্পের দরুন এই বৃষ্টিপাত ঘটছে। দেখে নিন কেমন থাকবে আজকের (১৮ই মার্চ ২০২৩) আবহাওয়া –
আজকের আবহাওয়া
দিনের সর্বোচ্চ তাপমাত্রাঃ ২৮ ডিগ্রি সেলসিয়াস
দিনের সর্বনিম্ন তাপমাত্রাঃ ২১ ডিগ্রি সেলসিয়াস
বাতাসের গতিবেগঃ ২.৬ কিমি প্রতি ঘন্টা
বৃষ্টির সম্ভাবনা রাজ্য জুড়ে
দিনের সর্বোচ্চ জলীয়বাষ্পের পরিমাণঃ ৮৯ শতাংশ
দিনের সর্বনিম্ন জলীয়বাষ্পের পরিমাণঃ ৬৬ শতাংশ
সূর্যোদয়ঃ ৫টা ৪৩মিনিট
সূর্যাস্তঃ ৫টা ৪৭মিনিট
উত্তরবঙ্গের আবহাওয়া
বজ্রবিদ্যুৎ সহ শিলাবৃষ্টির সাথে সাথে ভারী বৃষ্টির পূর্বভাস রয়েছে উত্তরবঙ্গে। সেই সাথে ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে ঝড়ো দমকা হাওয়া চলার সতর্কতা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে। আজ এবং কাল বৃষ্টির দমকা ঝড়ো হওয়ার কারণে উত্তরবঙ্গের চা বাগানের চা চাষিরা বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হতে পারেন। আজ মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, জলপাইগুড়ি এবং কোচবিহার জেলাতে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এই মুহূর্তে উত্তরবঙ্গের তাপমাত্রা ১৮ ডিগ্রি সেলসিয়াস থেকে ২৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
দক্ষিণবঙ্গের বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলাতে আগামী ২৪ ঘন্টায় ভারী বৃষ্টিপাত হওয়ার সর্তকতা জারি করা হয়েছে। সেই সাথে বজ্রবিদ্যুৎ এবং দমকা ঝড়ো হওয়া বইতে পারে। কোথাও কোথাও ঝড়ের বেগ ৪০ থেকে ৫০ কিলোমিটার প্রতি ঘন্টা হতে পারে। ঝড়ো হাওয়া এবং ভারী বৃষ্টির ফলে ক্ষতির সম্মুখীন হতে পারেন দক্ষিণবঙ্গের আম চাষিরা। কয়েকটি জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস থাকলেও মোটের উপর গোটা দক্ষিণবঙ্গ জুড়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। বৃষ্টির দরুন দক্ষিণবঙ্গের তাপমাত্রা নেমেছে অনেকটাই। বর্তমানে দক্ষিণবঙ্গের তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াস থেকে ২৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে।
আগামীকালের আবহাওয়া
আজ এবং কাল সারাদিন কলকাতা ও তার আশেপাশের অঞ্চলগুলিতে আকাশ মেঘে ঢাকা থাকবে। বিকেলের দিকে হঠাৎ বজ্রবিদ্যুৎ সহ কালবৈশাখীর দেখা মিলতে পারে। ঝড়বৃষ্টির ফলে আগামী ২৪ ঘণ্টায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা আরো খানিকটা নিচে নামতে পারে। আগামীকাল অর্থাৎ রবিবার দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টির প্রকোপ তুলনায় বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে।