পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ তেলেগু ইন্ডাস্ট্রির সেন্সেশন সামান্থা রুথ প্রভু কিছুদিন আগেই মিডিয়ার সামনে তার মায়োসাইটিস নামক এক অটো-ইমিউন রোগের কথা প্রকাশ্যে এনেছিলেন। এই খবর চাউর হওয়ার পর থেকেই তাকে সোশ্যাল মিডিয়াতে খুব একটা সক্রিয় হতে দেখা যায়নি। এমনকি অভিনেত্রী অসুস্থতার কারণে তার অভিনীত ছবি ‘যশোদা’র প্রচারেও বের হননি।
তবে বর্তমানে শোনা যাচ্ছে সামান্থা পুরোপুরি সুস্থ না হওয়া পর্যন্ত অভিনয় থেকে বিরতি নেওয়ার একটা পরিকল্পনা করেছেন। তার হিন্দি ওয়েব সিরিজ ‘ফ্যামিলি ম্যান সিজন টু’-এর ব্যাপক সাফল্যের পর বেশ কয়েকটি বলিউড সিনেমাতেও কাজ করবেন বলে চুক্তিবদ্ধ হয়েছিলেন। কিন্তু বর্তমানে শোনা যাচ্ছে, সেই সব সিনেমার নির্মাতাদের সামান্থা জানিয়ে দিয়েছেন, তার এই মুহূর্তে একটা দীর্ঘ বিরতির প্রয়োজন। তাই নির্মাতারাও অন্যান্য বিকল্প রাস্তার দিকে ঝুঁকচ্ছেন।
তার এবং বিজয় দেবরাকোন্ডা অভিনীত ‘খুশি’ সিনেমার শুটিং শেষ করার পরেই তিনি সিনেমার জগৎ থেকে দূরে চলে যাওয়ার পরিকল্পনা করেছেন। সামান্থার টিমের পক্ষ থেকেও অন্যান্য ছবির প্রকল্পের নির্মাতাদের এ কথা জানিয়ে দেওয়া হয়েছে। তাই নির্মাতারাও তার সঙ্গে কয়েক মাস ধরেই বিষয়টি নিয়ে আলোচনা করার পরে এই বিষয়ে একটা সিদ্ধান্তে উপনীত হয়েছেন।
‘খুশি’ একটি রোমান্টিক সিনেমা, যার প্রধান চরিত্রে অভিনয় করছেন সামান্থা রুথ প্রভু এবং বিজয় দেবরাকোন্ডা। ছবিটির পরিচালনা করেছেন শিব নির্ভানা। প্রথমে শোনা যাচ্ছিল ছবিটি ২০২২ সালের ডিসেম্বর মাসে মুক্তি পাবে। কিন্তু সামান্থার অসুস্থতার কারণে নির্মাতারা সিদ্ধান্ত নিয়েছেন যে, এই ছবিটি পরের বছর মুক্তি পাবে।
‘খুশি’ ছবির মুক্তি নিয়ে কথা বলতে গিয়ে ছবির অভিনেতা বিজয় দেবরাকোন্ডা জানান, শুটিংয়ের প্রায় ৬০% ইতিমধ্যেই সম্পূর্ণ হয়ে গিয়েছে। মূলত ডিসেম্বরের মধ্যে এটি বের করার প্রচেষ্টা ছিল। কিন্তু এখন এটি বিভিন্ন কারণের জন্য পরের বছর মুক্তি পাবে। ২০২৩ সালের ফেব্রুয়ারিতে ছবির মুক্তির দিকে নজর রাখছি।
কিছুদিন আগেই শোনা গিয়েছিল, সামান্থা নিজের চিকিৎসার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রে পাড়ি দিয়েছিলেন। সেখানে চিকিৎসা সম্পূর্ণ করে ফিরেও এসেছিলেন দেশে। কিন্তু সম্প্রতি জানা গিয়েছে, ফের অসুস্থতার শিকার হয়েছেন তিনি। তাই দক্ষিণ-কোরিয়ায় বিশেষ চিকিৎসার জন্য পাড়ি দিতে চলেছেন সামান্থা রুথ প্রভু।