Subhaprasanna, rampurhat, mamata banerjee
"মমতার নেতৃত্বে বাংলায় অনেক কিছু ভালো হচ্ছে", রামপুরহাট কাণ্ড নিয়ে বললেন শুভাপ্রসন্ন | গ্রাফিক্সঃ- আকাশ কায়পুত্র

পশ্চিমবঙ্গ ডেস্কঃ আগামী দুই দিন ধরে সরগম রাজ্য রাজনীতি। রামপুরহাট কাণ্ড নিয়ে যেন বিতর্কের শেষ নেই। তৃণমূলের উপপ্রধান খুনের পর নৃশংস ভাবে গ্রামের মানুষজন দেরকে ঘরের মধ্যে আটকে রেখে আগুন ধরিয়ে দেওয়া হয়। রামপুরহাটের হত্যাকান্ড প্রকাশ্যে আসার পর থেকেই বিরোধীদল আঙ্গুল তুলেছে শাসকদলের দিকেই। কিন্তু এই ঘটনাকে কেন্দ্র করে শাসক দলের একাধিক নেতা মন্ত্রীদের গলায় এক এক রকম সুর। তবে একেবারেই মুখে কুলুপ এঁটেছে বুদ্ধিজীবীরা।

রামপুরহাটের গণহত্যা কাণ্ডের ঘটনায় কোনরকম নাক গলাচ্ছেন না তৃণমূলের তারকা বিধায়করা। অন্যদিকে তৃণমূলের নেতা অনুব্রত মণ্ডল জানিয়েছিলেন, এই ঘটনার পেছনে কোনো রকম রাজনৈতিক ষড়যন্ত্র নেই। বিদ্যুৎ শর্টসার্কিটের জেরে এই ঘটনা ঘটেছে।

তবে এবার এই ঘটনাকে কেন্দ্র করে শিল্পী শুভাপ্রসন্নও নিজের মন্তব্য জানিয়েছেন। তিনি জানিয়েছেন, মিটিংয়ে ব্যস্ত ছিলেন তিনি, যার কারণে এই ঘটনা সম্পর্কে কোনো খবর পাননি। তিনি এদিন একটি বেসরকারি সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, “মুখ্যমন্ত্রী মমতার নেতৃত্বে বাংলায় অনেক কিছু ভালো হচ্ছে।”

তার কথায়, “আমাদের কত সৌভাগ‍্য যে মমতা বন্দ‍্যোপাধ‍্যায়ের নেতৃত্বে অনেক কিছু ভাল হচ্ছে। কিন্তু তাও বিরোধীরা নানা রকম ভাবে সুযোগ নিচ্ছে।” এছাড়া তিনি বলেন, মানুষের হাজার নৃশংস মৃত্যু মেনে নেওয়া যায় না। তৃণমূলের উপপ্রধানের মৃত্যুর ঘটনার প্রতিশোধে এমন ভাবে মানুষকে পুড়িয়ে মারা ঘটনাটি সত্যিই বিরল। এধরনের ঘটনা বন্ধ হওয়া উচিত এবং এধরনের ঘটনা কেন ঘটলো তার সঠিক তদন্ত হওয়া উচিত।

তবে কবে বাকি বুদ্ধিজীবীরা নিজেদের মুখ খুলবেন তার দিকে অধীর আগ্রহে তাকিয়ে আছেন নেটিজেনরা।