পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ সারা বিশ্বের মত ভারতেও ছড়িয়ে গেছে করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ। প্রতিদিন হু হু করে বাড়ছে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা। এমত অবস্থায় সারা দেশের বিভিন্ন রাজ্যে ক্রমশ বেসামাল হচ্ছে পরিস্থিতি। কেন্দ্র এবং রাজ্য সরকারের তরফে সকলকে ভ্যাকসিন নেওয়ার জন্য বার বার আবেদন করছে সাধারন মানুষের কাছে।
ভারতে আবারও করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ একেবারে সাংঘাতিক আকার নিয়েছে। এমত অবস্থায় সমস্ত চিকিৎসক থেকে শুরু করে কেন্দ্র এবং রাজ্য সরকার সকলকে অতি দ্রুত করোনা ভাইরাসের ভ্যাকসিন নেওয়ার জন্য আবেদন জানাচ্ছে। উল্লেখ্য ভারতে ১৬ ই জানুয়ারি ২০২১ থেকে ভ্যাকসিন প্রদান শুরু হয়।
সেই সময় সাধারণ মানুষের মনে ভ্যাকসিন নিয়ে উন্মাদনা থাকলেও বর্তমানে পরিস্থিতি নাগালের বাইরে চলে যাওয়াতে সকলেই করোনা ভাইরাসের ভ্যাকসিন নিতে আগ্রহী হয়েছে। তবে এবার কেন্দ্র সরকার মানুষকে আরও উদ্বুদ্ধ করতে এক অভিনব পন্থা গ্রহণ করেছে।
অনেকের মনেই করোনা ভাইরাসের ভ্যাকসিন নিয়ে চিন্তা ছিল যে, ভ্যাকসিন সঠিক কি না বা ভ্যাকসিন নিলে কোনও রকম কোনও শারীরিক অবনতি হবে কিনা। কিন্তু সরকারের তরফে বার বার বলে হয়েছে যে, ভ্যাকসিন খুবই সুরক্ষিত। কেন্দ্র সরকারের তরফে জানানো হয়েছে যে, যারা ভ্যাকসিন নিয়ে সোশ্যাল মিডিয়াতে ছবি পোস্ট করবে তাদেরকে সরকারের তরফে দেওয়া হবে পুরষ্কার বাবদ ৫০০০ করে টাকা।
এই প্রচেষ্টাটি মূলত My Gov এর মাধ্যমে করোনা ভ্যাকসিন নিয়ে জনগণের মনে সচেতনতা বৃদ্ধির জন্য ঘোষণা করা হয়েছে। ছবি শুধু আপলোড করলেই হবে না। ছবি দিয়ে শিরোনাম দিতে হবে। যাতে সতর্ক বার্তা ছড়ায় জনগণের মধ্যে। করোনা ভ্যাকসিন নেবার জব্য http://cowin.gov.in এ গিয়ে নাম নথি ভুক্ত করতে পারবে এছাড়া COWIN পোর্টালে গিয়ে আরোগ্য সেতু অ্যাপ এ অ্যাপয়েন্টমেনট বুক করা যাবে। প্রসঙ্গত বর্তমানে করোনা ভ্যাক্সিনের নেবার বয়স কমিয়ে ৪৫ বছর করা হয়েছে অর্থাৎ ৪৫ বছরের ঊর্ধ্বে সমস্ত মানুষকে দেয়া হবে ভ্যাকসিন।