Gujrat, Rape, A married woman raped in temple by saint, গুজরাট, ধর্ষণ, বিবাহিত মহিলা সাধুর দ্বারা ধর্ষিত হয় মন্দিরে
বিবাহিতা মহিলাকে পূজার্চনার অজুহাতে মন্দিরে ডেকে ধর্ষণ! গ্রেপ্তার এক সাধু

পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ গুজরাটের পঞ্চমহল গ্রামীণ পুলিশ শনিবার এক বিবাহিতা মহিলাকে ধর্ষণের অভিযোগে টিম্বি আশ্রমের রাম টেকরি মন্দিরের রামকৃষ্ণ কুমার নামে এক সাধুকে গ্রেপ্তার করেছে।

ইন্সপেক্টর আরআর বারোট বলেছেন যে, ওই মহিলা শুক্রবার থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে তিনি বলেছিলেন, তিনি গত ১০ বছর ধরে বিবাহিত, কিন্তু গর্ভধারণ করতে পারেননি। তাই তিনি নিয়মিত পূজা অর্চনার জন্য টিম্বি আশ্রমের রাম টেকরি মন্দিরে যেতেন। সেখানে কৃষ্ণকুমার নামে একজন সাধুর সঙ্গে তার পরিচয় হয়। ওই সাধু মহিলাকে পূজা অর্চনার মাধ্যমে একটি সন্তান ধারণ করতে সাহায্য করার প্রতিশ্রুতি দিয়েছিলেন।

নির্যাতিতা আরও জানান কৃষ্ণকুমার কিছু ধর্মীয় আচারের নামে তাকে দুই থেকে তিনবার ডেকেছিলেন। ওই সাধু তাকে বোঝান এই সব ধর্মীয় আচার সঠিক ভাবে মেনে চললে তাকে গর্ভধারণ করতে সাহায্য করবে। সেই মোতাবেক শুক্রবার অভিযুক্ত সাধু আবারও মহিলাকে ধর্মীয় অনুষ্ঠানের অজুহাতে ডেকেছিল। কিন্তু ওই মহিলা মন্দিরে পৌঁছলে, সাধু তাকে মন্দিরের ভেতরে ধর্ষণ করে।