পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ সাধারণ মানুষ সবসময় নিজেদের আমানত বা টাকা সেভিং এর ক্ষেত্রে চায় সুরক্ষা এবং সাথে নিরাপত্তা। এরসাথে যদি পেয়ে যায় কম আমানতে ডবল লাভ তবে যে ব্যাপারটা একেবারে সোনায় সোহাগার মত হবে, তা বলাই বাহুল্য। পোস্ট অফিস এর কিষাণ বিকাশ পত্র স্কিম নিয়ে এসেছে এমনই নতুন একটি দুর্দান্ত স্কিম।
নিজের কষ্টার্জিত আয় সেখানেই ইনভেসট করা উচিৎ যেখানে সুরক্ষার সাথে পাওয়া যাবে ডবল রিটার্ন অর্থাৎ ২ লাখ টাকা রাখলে রিটার্নে পাওয়া যাবে 8 লাখ টাকা। ভারতীয় পোস্ট অফিস এর কিষাণ বিকাশ পত্র স্কিম নিয়ে এসেছে এমনই দুর্দান্ত যোজনা। যেখানে টাকার ম্যাচুরিটিতে পাওয়া যাবে ডবল রিটার্ন।
এই কিষাণ বিকাশ পত্র স্কিম হল ভারত সরকারের একটি ওয়ান টাইম ইনভেস্টমেন্ট স্কিম। যেখানে একটি নির্দিষ্ট সময় অবধি টাকা রাখলে ম্যাচুরিটির পর সেটা দ্বিগুণ হয়ে ফেরৎ আসবে। এই কিষাণ বিকাশ পত্র পাওয়া যাবে ভারতের সমস্ত ব্যাঙ্ক এবং ডাকঘরে। এই স্কিমে নুন্যতম ইনভেসট করতে হয় এক হাজার টাকা এবং এই স্কিমের ম্যাচুরিটির বয়স ১২৪ মাস।
পোস্ট অফিস এর কিষাণ বিকাশ পত্র স্কিম এ ইনভেসট করতে লাগবে আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট, কেভিপি আবেদন পত্র, ঠিকানার প্রমাণ পত্র এবং বার্থ সার্টিফিকেট।
১০০০ টাকা থেকে শুরু করে আনলিমিটেড সেভিংস করা যাবে এই স্কিমে। এই স্কিমের কিছু নিয়মাবলী আছে। সেগুলি হল –
১) এই কিষাণ বিকাশ পত্রে টাকা নিয়োগের নুন্যতম বয়স হল ১৮ বছর।
২) এই স্কিমে সিঙ্গেল এবং জয়েন্ট দুই রকম অ্যাকাউনটই খোলা যেতে পারে।
৩) এই স্কিমে ইনভেস্টমেন্ট এর জন্য ১০০০, ৫০০০, ১০,০০০ এবং ৫০,০০০ হাজার টাকা পর্যন্ত সার্টিফিকেট আছে।
কেভিপি তে ২০২১ শের প্রথম তিনমাসে পাওয়া যাবে ৬.৯ % সুদ। অর্থাৎ ১২৪ মাসে টাকা হয়ে যাবে ডবল। অর্থাৎ পরিষ্কার ভাবে বললে ১ লাখ টাকা ইনভেসট করলে পাওয়া যাবে ২ লাখ টাকার ম্যাচুরিটি এবং এই ক্ষেত্রে টিডিএস কাটা হয়না ঠিকই তবে রিটার্ন এর ওপর ট্যাক্স দিতে হয়।
এছাড়াও এক পোস্ট অফিস থেকে অন্য পোস্ট অফিসে স্থানান্তর করা যেতে পারে কেভিপি। পোস্ট অফিস এর কিষাণ বিকাশ পত্র স্কিম এ নমিনি করতে পারা যাবে। এই স্কিমটি মূলত কৃষকদের জন্য প্ল্যান যেখানে তারা দীর্ঘ সময়ের জন্য সেভিংস করতে পারবে।