কয়লাকাণ্ড, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, রুজিরা বন্দ্যোপাধ্যায়, অনুপম মাঝি, ইডি, কোটেশ্বর রাও
চিত্র- সংগৃহীত

পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ আবারও কয়লা পাচার কাণ্ডে নতুন মোড় নিল ইডির রিপোর্ট। অনেকদিন ধরেই কয়লা পাচার নিয়ে ধারাবাহিকভাবে তদন্ত চালিয়ে যাচ্ছেন গোয়েন্দারা। উঠে এসেছে নতুন নতুন চাঞ্চল্যকর বেশ কিছু তথ্য এবং সাথে উঠে এসেছে অনেক বড় ব্যাক্তিত্বের নাম। নাম জড়িয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো তথা অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার স্ত্রী রুজিরা দেবী এবং আরও বড় বড় আইপিএস অফিসার এর।

এবারে কয়লা কাণ্ডে বাঁকুড়ার পুলিশ সুপার কোটেশ্বর রাওকে মঙ্গলবারই নিজাম প্যালেসে তলব করে সিবিআই। যদিও এর কিছুদিন আগেই বাঁকুড়ার আইসি অশোক মিত্রকে তলব এবং গ্রেপ্তার করা হয়।

কিছুদিন আগে দিল্লী আদালতে কয়লা কাণ্ডে তথ্য পেশ করে ইডি। জানা যাচ্ছে যে বাঁকুড়ার আইসি অশোক মিশ্রের অ্যাকাউনটে খুব অল্প সময়ের মধ্যেই বিশাল বড় অঙ্কের টাকা জমা পড়েছে। প্রথম এই কাণ্ডে গ্রেপ্তার হলেন কোন পুলিশ আধিকারিক। এতো কম দিনে এতো বিপুল পরিমাণ অর্থ কিভাবে ওই পুলিশ আধিকারিকের ব্যাংক একাউন্টে আসলো তা নিয়ে সন্দেহ হলে উক্ত আধিকারিককে জেরা করা হয় এবং তার পরই তাঁকে গ্রেপ্তার করা হয়।

কয়লা পাচার কাণ্ডের মূল অভিযুক্ত তথা অনুপম মাঝি ওরফে লালাকে আপাতত জেরা করা হচ্ছে। কিন্তু সুপ্রিমকোর্টের রক্ষা কবচ না উঠলে তাকে গ্রেপ্তার করা যাবে না। তার সহযোগীর গোপন জবাব বন্দী থেকে জানা গেছে যে, অশোক মিশ্রের টাকার অনেকটা পরিমাণ যেত দিল্লীর তৃণমূলের আরেক যুব নেতা বিনয় মিশ্রের কাছে। সেই সমস্ত টাকা জমা পড়ত থাইল্যান্ড এবং লন্ডনে।

সেই একাউন্টের সাথে সংযোগ মিলেছে ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শালীর। প্রসঙ্গত এই কাণ্ডে তদন্ত যত এগোচ্ছে তত এক একজন বড় বড় ব্যক্তিত্বের নাম সামনে আসছে।