অনুপম মাঝি, লালা, সিবিআই, ইডি,, অভিষেক বন্দ্যোপাধ্যায়, কয়লা পাচারকাণ্ড
ছবি- সংগৃহীত

পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ কয়লা কাণ্ডে নতুন মোড়। এবারে কয়লা পাচারকাণ্ডে একেবারে বিশাল পদক্ষেপ নিল ইডি। কয়লা পাচারকাণ্ডের মূল অভিযুক্ত তথা অনুপম মাঝি ওরফে লালার সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি। গতকাল অর্থাৎ সোমবার অনুপম মাঝি ওরফে লালাকে জিজ্ঞাসাবাদ করার জন্য কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা বা সিবিআই। দীর্ঘক্ষণ জেরা এবং জিজ্ঞাসাবাদ চলে এবং তাকে কয়লা পাচারকাণ্ডে যুক্ত সমস্ত ব্যাক্তিদের নাম জানতে চাওয়া হয়।

অনুপম মাঝি, লালা, সিবিআই, ইডি,, অভিষেক বন্দ্যোপাধ্যায়, কয়লা পাচারকাণ্ড
ছবি- সংগৃহীত

প্রসঙ্গত অনেক দিন ধরেই এই কয়লা পাচারকাণ্ড নিয়ে সরব মিডিয়া থেকে সিবিআই। রাজ্যে বিধানসভা ভোটের জন্য আবারও কয়লা পাচারকাণ্ড সামনে এসেছে। ক্রমাগত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো তথা তৃণমূল কংগ্রেসের যুব নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কয়লা পাচারকাণ্ডে যুক্ত হিসেবে অভিযোগের নিশানা বানাচ্ছে বিজেপি। ঠিক এই সময় অনুপম মাঝি ওরফে লালার এই জিজ্ঞাসাবাদ যে কয়লা পাচারকাণ্ডে নতুন মোড় নিতে চলেছে তা বলাই বাহুল্য।

যেহেতু সুপ্রিম কোর্ট কয়লা পাচারকাণ্ডে মূল অভিযুক্ত অর্থাৎ অনুপম মাঝি ওরফে লালাকে ৬ ই এপ্রিল পর্যন্ত গ্রেপ্তার না করার নির্দেশ জারি করেছিল। সেই জন্য বর্তমানে সিবিআই কয়লা পাচারকাণ্ডে মূল অভিযুক্ত তথা অনুপম মাঝি ওরফে লালাকে মঙ্গলবারের পর গ্রেপ্তার করার আবেদন জানিয়েছে সুপ্রিম কোর্টের কাছে।

সিবিআই এর মত অনুযায়ী কয়লা পাচারকাণ্ডে মূল অভিযুক্ত অনুপম মাঝি বা লালা তদন্তে অসহযোগিতা করায় তাকে হেফাজতে নেওয়ার ব্যবস্থা করছে। বর্তমানে চতুর্থবার তাকে নিজাম প্যালেসে তলব করা হয় কয়লা পাচারকাণ্ড সংক্রান্ত জিজ্ঞাসাবাদের জন্য। এরপরই কয়লা পাচারকাণ্ডে মূল অভিযুক্ত অনুপম মাঝি ওরফে লালার ১৬৫.৮৬ কোটি টাকার অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করে ইডি।

সিবিআই এর বক্তব্য অনুযায়ী পশ্চিম বর্ধমান এবং আসানসোলে কয়লা পাচারকাণ্ডে মূল অভিযুক্ত অনুপম মাঝির একাধিক স্পঞ্জ আয়রন কারখানা আছে। ইসিএল থেকে কয়লা নিয়ে তিনি এই সব কারখানায় ব্যবহার করতেন বলে তার বিরুদ্ধে অভিযোগ। এছাড়াও কয়লা পাচারকাণ্ডে অভুজুক্ত লালার পুরুলিয়ার দুটি কোম্পানি এবং সমস্ত অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করেছে। মঙ্গলবারই লালার রক্ষাকবচের দিন শেষ। তবে এখন দেখার বিষয় হল এই যে, অনুপম মাঝি এই কয়লা পাচারকাণ্ডে কার কার নাম করেন।