পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ কয়লাকাণ্ডে ফের নতুন মোড়। কয়লা পাচার কাণ্ডে এবারে সিবিআই তলব আইপিএস অফিসার জ্ঞানবন্ত সিং কে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা বা সিবিআই এর তরফে তাকে নোটিশ পাঠানো হয়েছে তাকে। যেহেতু আইপিএস অফিসার জ্ঞানবন্ত সিং বর্তমানে রাজ্যের ডিরেক্টর অফ সিকিউরিটি পোস্ট এ রয়েছে।
কয়লা কাণ্ডে ফের নতুন মোড়। কিছুদিন আগেই এই কয়লা কাণ্ডে একের পর এক নেতা মন্ত্রী এবং আইপিএস অফিসারকে তলব করেছে সিবিআই। সেক্ষেত্রে রেহাই পায়নি তৃণমূল কংগ্রেসের যুব নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাঁর স্ত্রী রুজিরা দেবী এবং শ্যালিকাও। রাজ্যে বিধানসভা ভোট চলাকালীন কয়লা এবং গরু পাচার তদন্তে একেবারে সক্রিয় ভূমিকা পালন করেছে সিবিআই।
এর আগে কয়লা কাণ্ডে মূল অভিযুক্ত লালা বা অনুপম মাঝিকেও গ্রেফতারের দিকে পা বাড়িয়েছে সিবিআই অফিসাররা। যদিও এই বিষয় তৃণমূল সুপ্রিমো অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মত হল, কেন্দ্র সরকার ইচ্ছাকৃত ভাবে এবং উদ্দেশ্য প্রণোদিত ভাবেই এই কাজ করে চলেছে।
রাজ্যে সদ্য শেষ হয়েছে বিধানসভা ভোট। এই বিধানসভা ভোটকে ঘিরে এমনিতেই প্রথম থেকেই কেন্দ্র এবং রাজ্য সংঘাত তুঙ্গে। এমত অবস্থায় গত ২৯ শে এপ্রিল শেষ হয়েছে আট দফায় বিধানসভা ভোট।
আগামী কাল অর্থাৎ ২ রা মে বিধানসভা ভোটের ফলাফল। এমত অবস্থায় ফের কয়লা কাণ্ড নিয়ে একের পর এক নতুন নতুন তথ্য সামনে উঠে আসছে। তলব করা হচ্ছে একের পর এক হাইভোল্টেজ নেতা মন্ত্রী এবং সরকারি আধিকারিকদের। এখন দেখা যাক কয়লা কাণ্ড ভবিষ্যতে কি নতুন রূপ নেয়।