পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ করোনাকে হারিয়ে সারা পৃথিবী যখন স্বস্তির নিঃশ্বাস ফেলতে শুরু করেছিল, ঠিক তখনই ফের হানা দিল BF.7। চলতি বছরের ডিসেম্বর মাসে চিনে হু হু করে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। এই নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি একটি বৈঠকও করেছেন। তবে এবার সম্প্রতি করোনা ভাইরাসের দেখা মিলল বেঙ্গালুরুতে।
কেম্পাগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দরে পৃথিবীর নানা প্রান্ত থেকে আসা ১৯ জনের শরীরে দেখা মিলেছে করোনা। রাজ্য প্রশাসন ইতিমধ্যে সেই নমুনাগুলির জিনম সিকোয়েন্সিং-এর ব্যবস্থা করেছে। এছাড়া আগেও বেঙ্গালুরুতে করোনা ভাইরাস এক ভয়ংকর আকার ধারণ করেছিল। তাই এবারে সেই পরিস্থিতি ঠেকাটে তৎপর হয়েছে রাজ্য প্রশাসন।
বেঙ্গালুরুতে করোনা সংক্রমণ ঠেকাতে রাজ্য সরকার বিমানবন্দরে আসা যাত্রীদের করোনা পরীক্ষার ব্যবস্থা করেছে। আর তার মধ্যেই ১৯ জনের শরীরে দেখা মিলল করোনা ভাইরাস। শুধু তাই নয়, এর পাশাপাশি দেশের প্রত্যেক হাসপাতালে পরিস্থিতি খতিয়ে দেখার জন্য মক ড্রিলের আয়োজন করা হয়েছে। আর সেখানেও কিছু কিছু জিনিস বেশ খতিয়ে দেখা হচ্ছে।
এছাড়া করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে অক্সিজেন নিয়ে সমস্যার সৃষ্টি হয়েছিল। তবে এবারেও সেই ভয়ংকর পরিস্থিতির সম্মুখীন যাতে না হতে হয় তার জন্য রাজ্য-কেন্দ্র উভয় সরকার সমন্বয়ে তাদের প্রস্তুতি পর্ব শুরু করেছে। এমনকি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও প্রত্যেক রাজ্যকে পর্যাপ্ত পরিমাণ অক্সিজেন রাখার কথা বলেছেন।