রাষ্ট্রপতি শাসন, ভোট-পরবর্তী হিংসা
ছবি - সংগৃহীত

পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্ক:- বিধানসভা ভোটের আগে থেকে আজ নারদা কান্ডে চার নেতার গ্রেপ্তারি পর্যন্ত, কিছুতেই জানি বিতর্ক পিছু ছাড়ছে না বাংলার। এবার বাংলায় ভোট পরবর্তী হিংসা নিয়ে সুপ্রিমকোর্টে রাষ্ট্রপতি শাসন চেয়ে জনস্বার্থ মামলা করলেন এক আইনজীবী।

দেশের সর্বোচ্চ আদালতে আইনজীবী ঘনশ্যাম উপাধ্যায় বাংলার ভোট পরবর্তী হিংসা নিয়ে অভিযোগ তুলে কেন্দ্র সরকার কে ৩৫৬ ধারা প্রয়োগ করানোর জন্য আবেদন করে সুপ্রিম কোর্টে মামলা করেছেন। তিনি রাষ্ট্রপতি শাসন জারি ছাড়া সুপ্রিমকোর্টের কাছে আরও আবেদন করেছেন আদালতে যাতে একটি বিশেষ তদন্তকারী দল গঠন করে বাংলার ভোট-পরবর্তী হিংসাকে পর্যবেক্ষণ করা হয়।

আইনজীবী ঘনশ্যাম উপাধ্যায় এর আবেদনে তিনি আদালতকে জানিয়েছেন পশ্চিমবঙ্গে আইন শৃঙ্খলা বজায় নেই। শাসকদল সাধারন মানুষের জীবন, সম্পত্তি এবং ভোট পরবর্তী হিংসা রক্ষায় ব্যর্থ হয়েছে। উল্লেখ্য, ভোট-পরবর্তী হিংসায় বাংলায় ইতিমধ্যেই ১৬ জন বিজেপি সমর্থকদের মৃত্যু হয়েছে বলে দাবি করেছেন ঘনশ্যাম উপাধ্যায়।

সুপ্রিম কোর্টে একটি পিআইএল এর মাধ্যমে বাংলায় ভোট-পরবর্তী হিংসার সঠিকভাবে তদন্ত এবং সংবিধানের ৩৫৬ ধারা প্রয়োগ করে রাষ্ট্রপতি শাসনের আবেদন জানিয়েছেন ওই আইনজীবী।

প্রসঙ্গত গত কয়েকদিন ধরেই রাজ্যের রাজ্যপাল জগদীপ ধনকড় রাজ্যের বিভিন্ন প্রান্তে ভোট-পরবর্তী হিংসায় প্রভাবিত মানুষদের অবস্থা দেখতে গিয়েছিলেন। রাজ্যপালের এই সক্রিয়তা কে অনেকেই যেমন গ্রহণ করেছেন তেমন অনেকেই এর বিরোধিতা করে রাজ্যপালকে কটাক্ষ করেছেন।