আবহাওয়া, আজকের আবহাওয়ার খবর, weather, today weather news, kalboishakhi, কালবৈশাখী
চিত্র- সংগৃহীত

পশ্চিমবঙ্গ ডেস্কঃ চলতি মাসের শুরু থেকেই বেশ স্বস্তির বৃষ্টির মুখ দেখেছে বঙ্গবাসী। তবে আবার তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী হতে শুরু করেছে। আবহাওয়া দপ্তর আগেই জানিয়েছিল, আরব সাগরের উপর একটি নিম্নচাপ সৃষ্টি হয়েছে যা দুই একদিনের মধ্যেই গতি বাড়িয়ে শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হবে।

আবহাওয়াবিদদের কথামতোই, আরব সাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘তাউকটে’ আর কিছুসময়ের মধ্যেই তান্ডব দেখাতে চলেছে। যার প্রভাব ইতিমধ্যেই দেখা গিয়েছে মহারাষ্ট্র, কেরল ও গুজরাটের বেশ কিছু এলাকায়। ঝড়-বৃষ্টি শুরু হয়েছে সেখানে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, আরও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া, আজকের আবহাওয়ার খবর, weather, today weather news, kalboishakhi, কালবৈশাখী
চিত্র- সংগৃহীত

আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, এই ঘূর্ণিঝড় তার গতি বাড়িয়ে রবিবার ও সোমবার নাগাদ ভারতের দক্ষিণ উপকূলে আছড়ে পড়বে। যার কারনে শনিবার থেকেই কেরালে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছেন আবহাওয়াবিদরা। ঘূর্ণিঝড় তাউকটের প্রভাবে মর্মান্তিক কিছু ঘটনা, যাতে না ঘটে যায়, সেই কারণেই কেরালার পাঁচটি জেলায় লাল সর্তকতা জারি করা হয়েছে। ঝড় বৃষ্টি মাথায় বাসভবন ছেড়ে বাইরে বেরতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

আরও পড়ুনঃ শীতলকুচি কাণ্ডে ফের কেন্দ্রীয় বাহিনীর ৬ জাওয়ানকে তলব সিআইডি এর

আজকের (Weather) আবহাওয়াঃ
আজ শনিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াস এর আশেপাশে এবং আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৮ ডিগ্রী সেলসিয়াস এর আশেপাশে। বাতাসে আর্দ্রতার পরিমাণ ৬৫ শতাংশ। সকাল থেকেই বাংলার আকাশ পরিষ্কার, মেঘের ফাক দিয়ে উকি মেরে চেয়ে আছে সূর্যি কিরণ।

weather, আবহাওয়া, today weather, আজকের আবহাওয়া
চিত্র- সংগৃহীত

আবহাওয়া দপ্তর সূত্রে খবর, শক্তিশালী ঘূর্ণিঝড় তাউকটে তার গতি বাড়িয়ে ঘণ্টায় ৫০ থেকে ৮০ কিলোমিটার গতি নিয়ে মুম্বাই সহ গুজরাট এবং গোয়াতে আছড়ে পড়ার সম্বভনা রয়েছে। তবে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী এই ঘূর্ণিঝড়ের অভিমুখ পশ্চিমবঙ্গের দিকে নেই। তবে এই ঘূর্ণিঝড়ের প্রভাব সরাসরি বাংলায় না পড়লেও, পরোক্ষভাবে প্রভাব পড়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। শক্তিশালী ঘূর্ণিঝড় তাউকটের প্রভাবে বাংলার তাপমাত্রা পারদ চড়বে ঊর্ধ্বমুখী। বঙ্গে স্বস্তির বৃষ্টির পর, আবার অসস্থি বাড়তে শুরু করেছে।

আরও পড়ুনঃ স্বাস্থ্যকর্মীদের জন্য স্পেশাল ট্রেনের ঘোষণা ভারতীয় রেলের