corona, corona virus, Ashish Yechury, Sitaram Yechury
ছবি - সংগৃহীত

পশ্চিমবঙ্গ ডেস্কঃ দেশজুড়ে করোনার দ্বিতীয় ঢেউ এর প্রভাব বেড়েই চলেছে। দেশের পাশাপাশি বিভিন্ন রাজ্যগুলিতেও অবস্থা আশঙ্কাজনক। এবার করোনার দ্বিতীয় হানায় মৃত্যু হল সিপিএম সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরির পুত্র আশীষ ইয়েচুরির।

বাম নেতা সীতারাম ইয়েচুরি বড় ছেলে পেশায় ছিলেন সাংবাদিক। করোনার দ্বিতীয় ঢেউ ৩৪ বছর বয়সের আশীষ ইয়েচুরির প্রাণ কেড়ে নিল। জানা গেছে গত কয়েকদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি।

অসুস্থ হওয়ায় প্রথমে তাকে দিল্লির একটি হাসপাতালে ভর্তি করিয়েছিলেন তার পরিজনেরা। তবে তার শারীরিক অবস্থার অবনতি ঘটায় পরবর্তীতে তাকে হস্তান্তর করা হয় গুরুগ্রামের মেদান্ত হাসপাতলে। আজ বৃহস্পতিবার সকাল ৬ টা নাগাদ গুরু গ্রামের মেদান্ত হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আশীষ।

আশীষ দিল্লির একটি প্রথম শ্রেণীর সংবাদপত্রের কর্মী ছিলেন। বাম নেতা সীতারাম ইয়েচুরি তার পুত্রের দুঃখজনক মৃত্যু সংবাদ ট্যুইট করে জানিয়েছেন। তিনি টুইট করে লেখেন, “অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি, আমি আজ সকালে আমার বড় ছেলে আশীষ ইয়েচুরি কে হারিয়েছি। ও কোভিড আক্রান্ত ছিল। যারা তার চিকিৎসা করেছেন সেই ডাক্তার, নার্স, ফ্রন্টলাইন, স্বাস্থ্যকর্মী, স্যানিটেশন কর্মী এবং আমাদের পাশে যে অসংখ্য মানুষ ছিলেন তাদের সবাইকে আমি ধন্যবাদ জানাতে চাই।”