পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ এ যেন কেবল নামেই মাঘ মাস। গতকালের তুলনায় আজ দিনের সর্বনিম্ন তাপমাত্রা আরো বৃদ্ধি পেয়েছে। যার ফলে শীতের আমেজ আরো ফিকে হয়ে গিয়েছে। গত ৪-৫ দিন সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় ৪ ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল। কিন্তু গতকাল তা বেড়ে ৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছেছে।
শুক্রবার রাতে সর্বনিম্ন তাপমাত্রা এসে পৌঁছয় ১৯.২ ডিগ্রি সেলসিয়াসে। তবে দিনের সর্বনিম্ন তাপমাত্রার বৃদ্ধি ঘটলেও পতন হয়েছে দিনের সর্বোচ্চ তাপমাত্রার। আবহাওয়া দপ্তরের মতে, ফেব্রুয়ারি মাসের প্রথম থেকেই ফিরতে চলেছে শীত। দেখে নিন কেমন থাকবে আজকের (২৮শে জানুয়ারি ২০২৩) আবহাওয়া –
আজকের আবহাওয়া
দিনের সর্বোচ্চ তাপমাত্রাঃ ২৮.৯ ডিগ্রি সেলসিয়াস
দিনের সর্বনিম্ন তাপমাত্রাঃ ১৯.২ ডিগ্রি সেলসিয়াস
বাতাসের গতিবেগঃ ১.৪ কিমি প্রতি ঘন্টা
বৃষ্টির সম্ভাবনাঃ নেই
দিনের সর্বোচ্চ জলীয়বাষ্পের পরিমাণঃ ৭১ শতাংশ
দিনের সর্বনিম্ন জলীয়বাষ্পের পরিমাণঃ ৫১ শতাংশ
সূর্যোদয়ঃ ৬টা ১৭মিনিট
সূর্যাস্তঃ ৫টা ২২মিনিট
উত্তরবঙ্গের আবহাওয়া
উত্তরবঙ্গ থেকেও গায়েব হয়েছে শীতের আমেজ। আবহাওয়া দপ্তরের মতে, আগামী ৩-৪ দিন আবহাওয়া একইরকম থাকবে। আগামী ৪-৫ দিন রাতের সর্বনিম্ন তাপমাত্রার তেমন কোন হেরফের হবেনা। সেই সাথে সকালের দিকে সামান্য কুয়াশা দেখা দিলেও পরে বেলা বাড়ার সাথে সাথে আকাশ পরিষ্কার হয়ে যাবে। আপাতত উত্তরবঙ্গে কোথাও বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
আবহাওয়া দপ্তরের দাবি, আগামী ২-৩ দিন দক্ষিণবঙ্গে রাতের তাপমাত্রার তারতম্য ঘটতে পারে। রবি ও সোমবার তাপমাত্রা ফের নিম্নগামী হয়ে পরের ২ দিন আবারো বাড়তে পারে দিনের সর্বনিম্ন তাপমাত্রা। তবে আশা করা যাচ্ছে, দক্ষিণবঙ্গ থেকে পুরোপুরি বিদায় নেওয়ার আগে আরো একটি ঝটিকা সফর দেখা যাবে শীতের। আপাতত অনুমান করা হচ্ছে হয়তো ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে শীতের আমেজ ফিরবে। তাছাড়া দক্ষিণবঙ্গে এই মুহূর্তে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। সকলের দিকে হালকা কুয়াশা পড়লেও দিনের বেলায় রোদ ওঠার সাথে সাথে চড়চড় করে বাড়ছে তাপমাত্রা।
আগামীকালের আবহাওয়া
রবিবারের পর পরবর্তী ৪৮ ঘণ্টায় আবারও তাপমাত্রা নিম্নগামী হওয়ার সম্ভাবনা রয়েছে এবং তার পরবর্তী ৪৮ ঘণ্টায় আবারও বাড়বে তাপমাত্রা। আপাতত দক্ষিণবঙ্গে তাপমাত্রা চড়াই-উতরাইয়ের মধ্যে দিয়ে যাবে। উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গ দুই জায়গাতেই সকালের দিকে কুয়াশার দাপট চোখে পড়বে। দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলি এবং উত্তরবঙ্গের পার্বত্য জেলাগুলিতে তাপমাত্রা তুলনামূলকভাবে সামান্য কম থাকবে।