রাজীব বন্দ্যোপাধ্যায়, বৈশালী ডালমিয়া, প্রবীর ঘোষাল, রুদ্রনীল ঘোষ, রথীন চক্রবর্তী, পার্থ চট্টোপাধ্যায়
ছবি - সংগৃহীত

পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ- ফের ভাঙ্গন তৃণমূলের শিবিরে। 2021 এর বিধানসভা ভোট কাছে আসতে না আসতেই যেভাবে তাসের ঘরের মতো ভেঙে যাচ্ছে তৃণমূল দল তা সত্যি চিন্তার কারণ হয়ে দাঁড়াবে তৃণমূল শিবিরের মধ্যে। কিছুক্ষণ আগেই দমদম বিমানবন্দর থেকে একটি চার্টার্ড প্লেনে বসে বিজেপিতে যোগদান করতে দিল্লি উড়ে গেলেন রাজীব বন্দ্যোপাধ্যায়, বৈশালী ডালমিয়া, প্রবীর ঘোষাল, রুদ্রনীল ঘোষ, রথীন চক্রবর্তী, পার্থ চট্টোপাধ্যায়।

বিজেপির হেভিওয়েট নেতা কৈলাস বিজয়বর্গীয় ও মুকুল রায়ের সাথে আজ বিকেলে দমদম বিমানবন্দর থেকে একাধিক তৃণমূল নেতা ও নেত্রী বিজেপিতে যোগ দেওয়ার জন্য দিল্লি রওনা দেন। সূত্র অনুযায়ী জানা যাচ্ছে যে, দিল্লিতে গিয়ে অমিত শাহ এবং জেপি নাড্ডার সাথে বৈঠক করার পর আজই তাদের বিজেপিতে যোগদান করানো হবে।

প্রসঙ্গত, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দুদিনের বৈঠক বাতিল হওয়ার আগে পর্যন্ত এটা ঠিক ছিল যে হাওড়াতে অমিত শাহের আসার পর এই সমস্ত নেতাদের বিজেপিতে যোগদান করানো হবে। কিন্তু অমিত শাহের বাংলা সফর বাতিল হওয়ার পর এই সমস্ত নেতা-নেত্রীদের আজ দিল্লিতে ডাকা হয় অমিত শাহ এবং জেপি নাড্ডার সাথে বৈঠক করে বিজেপিতে যোগদান করার জন্য।

বিহারে জয়লাভের পর বিজেপি যে বাংলার 2021 এর বিধানসভা ভোট কে পাখির চোখ করেছে তা নিয়ে কোন সন্দেহ নেই। গত কয়েক মাস ধরে তৃণমূলের একাধিক নেতা-নেত্রীদের যোগদান করতে দেখা গিয়েছে রাজ্য বিজেপির শিবিরে।

লোকসভা ভোটে বিজেপি ভালো ফল করার পর থেকেই বাংলায় বিজেপি দিন দিন আরো বেশি শক্তিশালী হয়ে উঠছে। স্বাধীনতার পর লম্বা সময় ধরে কেন্দ্রে থাকা কোন দল বাংলায় যে সুফল করতে পেরেছে তার দেখা মেলেনি বললেই চলে। সিপিআইএমের 34 বছরের শাসনকালের পর তৃণমূল কংগ্রেসের দশ বছরের শাসন কাল পূর্ণ হতে চলল। রাজনৈতিক কূটনীতিবিদদের মহলে বিজেপির শক্তির দিন দিন রাজ্যে বাড়তে দেখার পর এটা আভাস পাওয়া যাচ্ছে যে বাংলার ইতিহাসে নতুন রাজনীতি অধ্যায় শুরু হওয়ার সম্ভাবনা প্রবল।