bomb blast, bomb blast near kathi, abhishek banerjee, বোমা বিস্ফোরণ, কাঁথির কাছে বোমা বিস্ফোরণ, অভিষেক ব্যানার্জি
অভিষেকের সভাস্থলের মাত্র কয়েক কিলোমিটারের মধ্যেই ঘটল ভয়াবহ বিস্ফোরণ, মৃত ২ | ছবি - সংগৃহীত

পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ গত কাল, শুক্রবার রাতে পূর্ব মেদিনীপুর জেলার ভূপতি নগর থানার অন্তর্ভুক্ত অর্জুনগর এলাকায় তৃণমূলের বুথ কমিটির সভাপতি রাজকুমার মান্নার বাড়িতে ঘটে এক বিস্ফোরণ। এর ফলে কমপক্ষে দু’জনের মৃত্যু হয়েছে এবং বেশ কয়েকজন আহত হয়েছে বলে জানা গিয়েছে।

এই ঘটনায় বিজেপি বিধায়ক তথা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তীব্র প্রতিক্রিয়া দিয়েছেন। তিনি বলেন যে, মান্নার বাড়িতে যে বোমা তৈরি হয় সেই কথা তিনি আগেও বহুবার বলেছেন। আর তার থেকেই এই বিস্ফোরণ ঘটেছে।

সূত্রের খবর, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভাস্থল থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরেই এই বিস্ফোরণটি ঘটে। ভূপতিনগর থানার অফিসার ইনচার্জ কাজল দত্ত জানান, মৃতদেহ দুটি উদ্ধার করা হয়েছে। তবে সেগুলি এখনো শনাক্ত করা যায়নি।

কাঁথি মহকুমার সিনিয়র পুলিশ অফিসার জানিয়েছেন, শুক্রবার রাত ১১ঃ১৫ দিকে একটি বাড়িতে বিস্ফোরণের খবর পাওয়া যায়। শনিবার সকালে ঘটনাস্থল থেকে দুটি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। কয়েকজন আহত হয়েছে।তিনি আরো জানান, বিস্ফোরণের কারণ এখনও জানা যায়নি। তদন্ত চলছে। বিস্ফোরণটি অত্যাধিক শক্তিশালী হওয়ায়, পাশের একটি খড়ের চাল সহ গোটা মাটির বাড়িটাই উড়ে গিয়েছে। ঘটনাস্থলে ফরেনসিক দল পৌঁছেছে। তারা বিস্ফোরণের নমুনা সংগ্রহ করছে।

বিজেপির জাতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ এই ঘটনার পরিপ্রেক্ষিতে বলেন, রাজ্যে কেবল বোমা তৈরির শিল্পই বিকাশ লাভ করছে। সিপিআই(এম) নেতা সুজন চক্রবর্তী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে লক্ষ্য করে প্রশ্ন ছুড়ে বলেছেন, মুখ্যমন্ত্রী কেন এই ধরনের ঘটনায় নিরব রয়েছেন এবং তিনি মুখ্যমন্ত্রীর কাছ থেকে এই ঘটনার বিবৃতি দাবি করেছেন। তৃণমূল-কংগ্রেসের সাধারণ সম্পাদক ও মুখপাত্র কুনাল ঘোষ বলেছেন, প্রমাণ ছাড়াই যেকোনো ঘটনায় রাজ্যের শাসকদলকে দোষারোপ করা খুবই সহজ।