পশ্চিমবঙ্গ ডেস্কঃ তৃণমূল বিধায়ক মদন মিত্রের বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ড। আজ মঙ্গলবার সকাল হতে না হতেই কামারহাটি বিধানসভা কেন্দ্রের তৃণমূল বিধায়ক মদন মিত্রের ভবানীপুরের বাড়িতে আগুন লাগে। আগুন লাগার সাথে সাথে পরিবারকে সঙ্গে নিয়ে রাস্তায় বেরিয়ে পড়েন বলে জানিয়েছেন বিধায়ক।
মদন মিত্রের বাড়িতে আগুন লাগার কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন উপস্থিত হয়। আগুন নেভানোর চেষ্টা চালায় দমকল বাহিনীরা। দমকল বাহিনীর তৎপরতায় কিছুক্ষণের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে এই অগ্নিকাণ্ডের ফলে ভয়াবহ কোন দুর্ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন বিধায়ক নিজেই। জানা গিয়েছে বাড়িটি প্রায় দেড়শো বছর পুরনো।
তৃণমূল বিধায়ক জানিয়েছেন, “এর আগে কখনো এমন ঘটনা ঘটেনি। কিভাবে যে বাড়িতে আগুন লাগলো তা আমার জানা নেই। সময়মতো আমি বাড়ি থেকে বেরিয়ে রাস্তায় চলে এসেছি বলেই এই যাত্রায় বেঁচে গিয়েছি।” এছাড়াও তিনি আরও জানান, “গতকালে আমি দক্ষিনেশ্বর থেকে এই বাড়িতে এসে উঠেছিলাম। আজ সকাল সকাল আমার নাতি আমার ঘরে গিয়ে ছিল বলেই, আজ আমি রক্ষা পেয়েছি। না হলে একটা বড়োসড়ো বিপদ ঘটে যেত। যে ঘরটিতে আগুন লেগেছে, সেই ঘরটিতেই আমার নাতি ঘুমায়।”
বিধায়কের বাড়িতে এই অগ্নিকাণ্ডের ঘটনায় কেউ আহত হননি। তবে আগুনের লেলিহান শিখায় ঝলসে গিয়েছে ঘরের মধ্যে থাকা বহু আসবাবপত্র। পুড়ে গিয়েছে প্রাচীন কাঠের খাট। জামা কাপড় পুড়ে ছাই হয়ে গেছে। তবে এখনো পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমাণ সঠিকভাবে জানা যায়নি। ভয়াবহ অগ্নিকাণ্ডের জেরে আতঙ্কে রয়েছেন মদন মিত্র সহ তার পরিজনেরা। ঘটনাস্থলে উপস্থিত হয় পুলিশ। কিভাবে মদন মিত্রের বাড়িতে আগুন লাগল তা বেশ কিছুক্ষণ খতিয়ে দেখা হয়। এরপর পুলিশের অনুমান শর্ট সার্কিট থেকে এই বাড়িতে আগুন লেগেছে। তদন্ত জারি আছে।