পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ মশা দেখতে ছোট হলেও, ক্ষমতা রাখে অসীম। তার এক কামড়েই কুপকাত হতে পারে হাট্টা-গাট্টা মানুষজন। বর্তমানে মশার উপদ্রব যেন খুব বেশি পরিমাণেই বৃদ্ধি পেয়েছে। মশা থেকে ছড়াচ্ছে বিভিন্ন প্রাণঘাতী ব্যাধি, তার মধ্যে অন্যতম হল ডেঙ্গু, ম্যালেরিয়া, চিকুনগুনিয়া ইত্যাদি। একটি মশার কামড় একজন মানুষকে যে কতটা রোগগ্রস্ত করতে পারে, তার উদাহরণ পাওয়া গেল জার্মানিতে। একজন জার্মান নাগরিক প্রায় ৩০ টি ভিন্ন সার্জারির মধ্য দিয়ে গিয়ে অবশেষে কোমায় চলে যান শুধুমাত্র একটি মশার কামড়ের জন্য।
জার্মানি অন্তর্ভুক্ত রোদারমার্কের বাসিন্দা সেবেস্তিয়ান রটস্কে মৃত্যুর সঙ্গে লড়াই করে অবশেষে ফিরে আসলেন। যার জন্য দায়ী একটি ছোট্ট মশা। এই ভয়ংকর মশাটির প্রজাতির নাম হল এশিয়ান টাইগার। ঘটনাটি ঘটেছিল ২০২১ সালে। এই ছোট্ট মশার কামড়ে ২৭ বছরের সেবেস্তিয়ানের দুই পায়েরই বুড়ো আঙ্গুল দুটি বাদ চলে যায়। এরপর প্রায় ৩০ টি অস্ত্রোপচার চলে তার ওপর। অবশেষে কোমায় চলে যান তিনি। মশার কামড়ের দরুন যে এত বড় ঘটনা ঘটতে পারে তা সত্যিই অবিশ্বাস্য।
একটি সংবাদ মাধ্যমে সেবাস্তিয়ান জানান, আমি দেশের বাইরে কোনোরকম পা রাখিনি। ওই মশা তার মানে এখানেই কামড়েছিল। তার পর থেকেই আমি শয্যাশায়ী। জ্বরের ঘোরে খেতে পর্যন্ত পারতাম না। খুব কষ্টে শৌচালয়ে যেতাম। ভেবেছিলাম, এই বোধহয় আমার শেষ ঘনিয়ে আসছে। চিকিৎসকরা খুব তাড়াতাড়ি রোগটি ধরতে পেরেছিলেন। এটা যে এশিয়ান টাইগার মশার কামড়ের কারণেই ঘটেছে, তা স্পষ্ট বুঝে গিয়েছিলেন তাঁরা।
চিকিৎসকদের দাবি, মশার কামড়ে বিষ তার রক্তের মধ্যে সরাসরি প্রবেশ করে। এর ফলে তার শরীরের ভেতরে দানা বাঁধে বিভিন্ন ধরনের ইনফেকশন। প্রথমে লিভার তারপর পাকস্থলী থেকে শুরু করে হৃদযন্ত্রেও সমস্যার সৃষ্টি হয়। মশার কামড়ের স্থানে ফসকা পড়ে যাওয়ার ফলে তাকে সেই অংশের ত্বকেরও চিকিৎসা করতে হয়।