ওয়েব ডেস্কঃ- বড়োসড়ো বিমান দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল ১৪৬ জন যাত্রী সহ দেশের প্রধান বিচারপতি এস এ বোবদে (S A Bobde)। বিমানটি কলকাতার (kolkata) দমদম বিমানবন্দর থেকে হায়দ্রাবাদ (Hyderabad) এর উদ্দেশ্যে রওনা দিয়েছিল। কিছুটা দূরত্ব অতিক্রম করার পর পাইলট বুঝতে পারে যান্ত্রিক গোলযোগ হয়েছে বিমানটিতে। বিমানটির যাত্রা পথে বাধা পড়ে এবং পাইলটরা দমদম এয়ারপোর্ট এর মাটিতে বিমানটি অবতরণ করান।
জানা গেছে দেশের প্রধান বিচারপতি ত্রিপুরা থেকে কলকাতা হয়ে হায়দ্রাবাদে ফিরছিলেন। তিনি একাধিক কাজের জন্য গত কয়েকদিন আগে ত্রিপুরায় গিয়েছিলেন। সেখানকার মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের সঙ্গে উদয়পুরের ত্রিপুরেশ্বরী মন্দিরে পুজো দেন তিনি এবং ত্রিপুরা হাইকোর্টের ই-সেবা উদ্বোধন করেন বুধবার। তারপরে তিনি গতকাল সন্ধ্যায় আগরতলার মহারাজা বীর বিক্রম বিমানবন্দর থেকে কলকাতা হয়ে হায়দ্রাবাদের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন।
এয়ার ইন্ডিয়ার ৫৩০ নম্বর বিমানটি যথা সময়েই এসে পৌঁছায় কলকাতায়। কলকাতা থেকে হায়দ্রাবাদ (Hyderabad) এর উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন তিনি। কলকাতা থেকে হায়দ্রাবাদ এর উদ্দেশ্যে যে বিমান ছাড়ার কথা ছিল সেটি সেটি তার সময়সূচী মেনেই ৭ টা ১৪ মিনিটে কলকাতার মাটি ছাড়ে। বিমানটি কিছু দূরত্ব অতিক্রম করার পরই দেখা যায় যান্ত্রিক গোলযোগ।
বিমানটির ল্যান্ডিং গিয়ারে সমস্যা হওয়ার কারনে পাইলটরা কন্ট্রোল রুমের সঙ্গে যোগাযোগ করতে পাড়ছিলেন না। বিমানটি অতি জরুরি অবতারন করা হয় দমদম বিমান বন্দরে। ঠিক ১৫ মিনিট পর ৭ টা ২৯ মিনিট এ বিমানটি আবার কলকাতা বিমানবন্দরে ফিরে আসে। পাইলটরা অতি সাহসীকতার সঙ্গে বিমানটি অবতারন করান। বিমান কর্তৃপক্ষ জানিয়াছে দেশের প্রধান বিচারক এস এ বোবদে (S A Bobde) সহ ১৪৬ জন সবাই সুস্থ আছেন। গতকাল রাতে বাইপাস রোডের পাশে একটি হোটেলের বাবস্থা করে দেওয়া হয় যাত্রীদের থাকার জন্য। বৃহস্পতিবার সকালে নতুন বিমান হায়দ্রাবাদের উদ্দেশে যাত্রা শুরু করবে।