মুখ্যমন্ত্রী, তৃণমূল, বিজেপি, দিলীপ ঘোষ, মমতা বন্দ্যোপাধ্যায়
চিত্র- সংগৃহীত

পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ আবারও বিস্ফোরক দিলীপ ঘোষ। প্রথম থেকেই বিতর্কের ওপর নাম দিলীপ ঘোষ। তিনি যখনই মুখ খোলেন তখনই খবরের শিরোনাম তৈরি হয়ে যায়। এবারেও তার ব্যতিক্রম হয়নি। এক জনসভায় বিজেপির হয়ে বক্তৃতা দিতে গিয়ে তিনি বলেন যে শুধুমাত্র কোনও পুরুষ নন, বিজেপি ক্ষমতায় এলে রাজ্যের মুখ্যমন্ত্রী হতে পারেন একজন মহিলাও।

তার এই বক্তব্যকে ঘিরে আবারও তৈরি হয়েছে বিতর্ক। একটি জনসভায় তাঁকে প্রশ্ন করা হয় যে তিনি বিজেপির কোনও কেন্দ্রের প্রার্থী হলেন না কেন। এই বিষয় তিনি বলেন যে, দলীয় কর্মীরা তাঁকে সবসময় সমস্ত ক্ষেত্রে তাঁকে পাশে চান। সমস্ত কর্মীদের সাথে পার্টীর হয়ে লড়াই করার জন্য তিনি প্রার্থী হননি।

এছাড়াও তাঁকে প্রশ্ন করা হয় যে বিজেপি যদি বিধানসভা ভোটে জিতে যায় তবে রাজ্যের মুখ্যমন্ত্রী কে হবেন ?

এই উত্তরে দিলীপ ঘোষ বলেন যে, তিনি সঠিক ভাবে কিছু জানেননা শুধু জানেন রাজ্য থেকেই মুখ্যমন্ত্রী নির্বাচন করা হবে। তিনি আরও বলেন যে, মুখ্যমন্ত্রীর পদ প্রার্থী হিসেবে এতদিন পাঁচ ছয় জনের কথা আলোচনা হত। তবে সঠিক ভাবে তিনি কিছু বলতে পারবেন না।

তাঁকে আবারও একটি বিতর্কিত প্রশ্ন করা হয়। তাঁকে এক সাংবাদিক প্রশ্ন কররেন যে, কোনও মহিলা কি মুখ্যমন্ত্রী হতে পারেন বলে তিনি মনে করেন ?

এই প্রশ্নের উত্তরে তিনি বলেন যে, হতেই পারে কেন নয়। এতদিন পার্টীর অন্দরমহলে পাঁচ ছয় জনের বিষয় আলোচনা হত, তবে বর্তমানে আরও একজনের বিষয় আলোচনা হয়। দিলীপ ঘোষের মন্তব্যকে ঘিরে আবারও জল্পনা তৈরি হয়েছে যে বিজেপি ক্ষমতায় এলে কে হতে পারেন মুখ্যমন্ত্রী।